শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে সরকারি জায়গা দখলকালে ট্রাক্টর আটক ॥ আর্থিক জরিমানা

প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করার সময় একটি ট্রাক্টর আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশিরুল হক ভূঁইয়া এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মীর্জাপুর গ্রামের কাইয়ুম, কাসেমসহ তাদের আরেক ভাই সরকারি ছুটির দিনে গত শুক্র ও শনিবার উপজেলার মীর্জাপুর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের ৮৯৩ দাগের ভূমি আত্মসাৎ ও জবর দখলের অপচেষ্টায় ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করছিল। খবর পেয়ে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়া ট্রাক্টরটি আটক করেন ও পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তা পংকজ বর্ধন বাদী হয়ে কাসেম গংয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি ট্রাক্টর আটক ও জরিমানার কথা স্বীকার করেন। 

এ জাতীয় আরও খবর