শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা সাহিত্যের ইতিহাস ও ঐতিহ্যর মর্যাদা রাখতে হবে — অধ্যক্ষ অমৃত লাল সাহা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিভাগের ক্লাশ রুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সায়েরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নুর মোহাম্মদ, অতিথি শিক্ষক মোঃ সাইফুর রহমান মামুন। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক মোঃ আব্দুর রউফ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলা বিভাগের একটি নিজেস্ব ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই বিভাগের শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে বাংলা সাহিত্য ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে। তিনি বলেন আমি আশা করি নবাগত ছাত্র-ছাত্রীরা কলেজের নিয়মানুবর্তিতা অনুসরন করে বাংলা বিভাগ ও বাংলা সাহিত্যের ইতিহাস-ঐতিহ্যর মর্যাদা অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও মিষ্টি মুখ করানো হয় এবং তাদের প্রত্যেকের মাঝে ক্লাশ রুটিন বিতরণ করা হয়। অনুষ্ঠটি সার্বিক সহযোগিতায় ছিল বিভাগের শিক্ষার্থী মোঃ জুনায়েদ, খাদিজা আক্তার পাপড়ী, মোঃ মুসফিক, মনিরুল ইসলাম শ্রাবণ, আশিকুর রহমান জুয়েল, মানসুরা আক্তার মালা, তানজিলা, মোঃ জসিম, স্মিৃতা আক্তার, পিংকি, রুবিনা, রুবি আক্তার প্রমুখ।