মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশু-কিশোরদের ইসলাম চর্চায় আগ্রহী করে তুলতে হবে– জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, শিশু-কিশোরদের ইসলাম চর্চায় আগ্রহী করে তুলতে হবে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের ফারুকী পার্ক সংলগ্ন জেলা ইসলামিক সেন্টার কার্যালয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি ইসলাম চর্চাও করতে হবে। তাহলেই তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারী শওকত হায়াত খান, যুগ্ম সম্পাদক মমিনুল হক, জহিরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন-হাজী সাইদুর রহমান সাঈদ, অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক, জহিরুল হক মিলন, ওলামা সমন্বয় পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।

পরে আলোচনা সভা শেষে হামদ-নাথ, ক্বেরাত, কবিতা ও শুদ্ধ বানান প্রতিযোগীতায় বিজয়ী ব্রাহ্মণবাড়িযার ৩৫টি বিদ্যালয়ের ৫৪জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর