শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্কাউট আন্দোলনকে বেগবান করতে সকলকে একযোগে কাজ করতে হবে-জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

dcb111স্কাউট আন্দেলনকে বেগবান করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিযেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ড. মুহাম্মদ মোশাররফ হোসেন স্কাউটসকে একটি আন্দোলন উল্লেখ করে বলেন, স্কাউটস’র আলো সবার ঘরে-ঘরে পৌঁছে দিতে হবে। তবেই স্কাউটস’র আন্দোলন সফল হবে।

সভায় পদাধিকার বলে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া সভায় আগামী ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ সহ-সভাপতি পদে এবং কমিশনার পদে শাহ কামাল, সম্পাদক পদে নিয়াজ মোহাম্মদ কাজল, সহ সম্পাদক পদে শাখাইয়েত হোসেন, কোষাধক্ষ পদে মোঃ আক্তার হোসেন, সহযোগী সদস্য পদে এ.বি.এম আবুল হাশেম ও মনিরুল ইসলাম নির্বাচিত হন। কাউন্সিল সভায় জেলার ৯ উপজেলার ৫৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।