রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক : স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে রুপার দামও ৮১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে,১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।
এর আগে গতকাল বুধবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের দিন গত মঙ্গলবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে, আজ বাড়ানোর ফলে ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৭ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আমাদের সময়/জেআই






