বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় রংপুরে যাচ্ছেন তারেক রহমান

news-image

রংপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে যাচ্ছেন ৩০ জানুয়ারি (শুক্রবার)। এদিন বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী সফরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে যাবেন তারেক রহমান। সেখানে শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষ করে দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। পরে সেখান থেকে বিকেলে নাটোরে গিয়ে কাজীর মোড় এটিম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এদিন সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং বগুড়াতেই রাত যাপন করবেন।

পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে ফিরে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

ওইদিন রাতে বগুড়ায় রাতযাপন করে পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের (সদর ও আংশিক সিটি) সামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা কাজ করছে। কালেক্টরেট মাঠে বিশাল জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এ জাতীয় আরও খবর

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম

সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানের আশ্বাস সিইসির

বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ভোটের আগে পডকাস্টে জনগণের মুখোমুখি তারেক রহমান

প্রার্থিতা নিয়ে মুন্সী ও দুই ভূঁইয়ার আপিলের শুনানি শেষ, আদেশ রোববার

থমথমে ঝিনাইগাতী, জামায়াত নেতা রেজাউলের জানাজা বিকেলে

জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: মির্জা ফখরুল

বেবিচককে বিভক্ত করে রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠন করবে সরকার

ভোটের পোস্টার মুদ্রণ না করতে ছাপাখানাকে কড়া নির্দেশ ইসির

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো

সহিংসতা-আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত নির্বাচনি মাঠ, নির্বিকার ইসি