শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

news-image

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় আসরে সুযোগ করে নিয়েছে স্কটল্যান্ড।

নিরাপত্তাহীনতার কারণে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির দাবি ছিল, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।

তবে আইসিসি এই দাবি সরাসরি নাকচ করে দেয়। গত ২১ জানুয়ারি আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আল্টিমেটাম দেয়। সেই সময়সীমা পার হওয়ার পর বিসিবি চূড়ান্তভাবে জানায়, তারা ভারতে গিয়ে খেলবে না।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা যায়, আজ শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক চিঠিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঞ্জোগ গুপ্ত বোর্ড সদস্যদের নিশ্চিত করেন যে, বিসিবি তাদের দাবিতে আইসিসির নীতিমালার সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে।

ফলে নিয়মানুযায়ী বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে থাকা স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠির একটি অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

বিশ্বকাপে কেন স্কটল্যান্ড?
স্কটল্যান্ডকে বেছে নেওয়ার পেছনে তাদের সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্স এবং র‍্যাঙ্কিং বড় ভূমিকা রেখেছে। ২০২৪ বিশ্বকাপে তারা গ্রুপ ‘বি’-তে তৃতীয় হয়েছিল। ২০২১ ও ২০২২ সালের আসরগুলোতেও তারা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মতো বড় দলগুলোর বিপক্ষে জয়ের রেকর্ড গড়েছিল। এবং স্কটল্যান্ড গ্রুপ সি-তে থাকবে।

এ জাতীয় আরও খবর

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম

সাংবাদিকদের কার্ড জটিলতা সমাধানের আশ্বাস সিইসির

বন্দুকের ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ভোটের আগে পডকাস্টে জনগণের মুখোমুখি তারেক রহমান

প্রার্থিতা নিয়ে মুন্সী ও দুই ভূঁইয়ার আপিলের শুনানি শেষ, আদেশ রোববার

থমথমে ঝিনাইগাতী, জামায়াত নেতা রেজাউলের জানাজা বিকেলে

জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: মির্জা ফখরুল

বেবিচককে বিভক্ত করে রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠন করবে সরকার

ভোটের পোস্টার মুদ্রণ না করতে ছাপাখানাকে কড়া নির্দেশ ইসির

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো

সহিংসতা-আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত নির্বাচনি মাঠ, নির্বিকার ইসি