নবীনগরে মনোনয়ন প্রত্যাহার করিনি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী : তাপস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস প্রার্থীতা প্রত্যাহার করেনি। নির্বাচনী লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে হাই কমান্ডের নির্দেশকে উপেক্ষা করে মনোনয়ন প্রত্যাহার না করে চূড়ান্ত নির্বাচনী লড়াইয়ে রয়ে গেলেন।
বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো: আব্দুল মান্নান এর সাথে এখন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজী নাজমুল হোসেন তাপস ভোটের মাঠে শক্তিশালী প্রার্থী হিসেবে রয়ে গেলেন।
গত মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন ও গণফ্রেন্টর প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী এ আসনে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন।
এ ব্যাপারে বিএনপি নেতা ও তাপস অনুসারী হাবিবুর রহমান খায়ের বলেন নেতাকর্মীদের ভালোবাসার কথা চিন্তা করেই ভোটের মাঠে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী নাজমুল হোসেন তাপস। গত ১৬ টি বছর হামলা মামলার শিকার হয়েছেন তাপস ও তার নেতাকর্মীরা। ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছিলেন তাপস ও তার নেতা কর্মীরা। অতএব এখন মাঠ ছেড়ে কেন যাবেন তাপস।
এব্যাপারে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন আমি নির্বাচন করার জন্যই মাঠে রয়েছি তাই মনোনয়ন পত্র প্রত্যাহার করিনি । অগণিত নেতাকর্মীর ত্যাগ আর জনগণের ভালোবাসা নিয়ে আমার বাবা নবীনগরের চারবারের এমপি ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস বিএনপির নেতাকর্মী সমর্থকেরা আমার সঙ্গেই আছেন।বাবার রেখে যাওয়া বিএনপির অগণিত নেতাকর্মী সমর্থকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ।









