শুক্রবার, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের ওপর হামলা, বিএনপি নেতা নিহত

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পদক। পেশায় একজন কৃষক ছিলেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় তুহিন গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারে ওপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস জাগো নিউজকে বলেন, ‘নিহত সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। তার খুনের ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কামনা করি।’

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ‘দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ জাতীয় আরও খবর

সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়

সুপার ওভার রোমাঞ্চে রংপুরকে হারাল রাজশাহী

কেউ যেন বিপদে ফেলতে না পারে: সালমা

শামীম ঝড়েও সিলেটের কাছে হারল ঢাকা

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় রাখার প্রতিশ্রুতি বিদেশি প্রতিনিধিদের

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রংপুরে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মুহাম্মদ মুরসালীন

র‌্যাব নিয়ে যা বললেন লুৎফুজ্জামান বাবর

মানুষের ভালোবাসা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে: ফখরুল

হলফনামায় হান্নান মাসউদের কোটি টাকার সম্পদ, পেশা ব্যবসা

জুলাই হত্যা মামলা থেকে বিএনপি প্রার্থী ফখরুলকে অব্যাহতি