পঞ্চগড়ে শীতের কুয়াশায় ঢাকা সমগ্র জনপদ
পঞ্চগড় প্রতিনিধি : সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদর ঢেকে রেখেছে পঞ্চগড় জেলার পথ-ঘাটসহ সমগ্র এলাকা। হিমেল হাওয়া শহর-গ্রাম জুড়ে শীতের দাপট। ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের মানুষ।
কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশা ও শীতে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলো। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা, ফলে হাসপাতালে ভিড় বাড়ছে রোগীর।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যক্ষেণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯ টায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। গত শনিবার একই তাপমাত্রা রেকর্ড করা হয় । গত দুইদিন ধরে দশ ডিগ্রির ঘরে তাপমাত্রা বিরাজ। গত দুইদিন পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করলে মৃদু শৈতপ্রবাহ বয়ে যায়। তাপমাত্রা অনুযায়ী পঞ্চগড়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে।’
তিনি জানান, পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা নিচের দিকে নেমে আসবে। তাপমাত্রা নেমে আসবে শীতের তীব্রতা আরও বেড়ে যাবে। চলতি মাসের মধ্যে একাধিক মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এ জেলার ওপর দিয়ে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। আকাশে ঘন কুয়াশা থাকায় রোদের তীব্রতা ছড়াতে পারছেনা। এতে সারা দিন হালকা শীত অনুভূত হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে এই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে । সামনের দিন গুলোতে কুয়াশা বেড়ে যাবে,তাপমাত্রা আরো কমে আসবে এবং শীতের তীব্রতা বেড়ে যাবে।
ভ্যানচালক মিজানুর রহমান বলেন, ‘কুয়াশার কারণে পথ-ঘাট দেখা যায় না। ফলে সড়কে চলাচল অসুবিধা হচ্ছে। শীতে ভ্যানের যাত্রীও কম তাই আয়-ইনকাম কমে গেছে।
কৃষক সোলেমান হক জানান, এই শীতে মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে। গত কয়েক দিন ধরে বেশি কুয়াশা পড়ছে। কুয়াশার বেশি ঝড়লে বোরো ধানের বীজ তলা ও রবি শস্যের ক্ষতির শঙ্কা রয়েছে।











