সংসদ নির্বাচন-গণভোটের তফসিল ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক : অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এ ঘোষণা দেবেন। রীতি অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন। সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণাসংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ডের কাজও সম্পন্ন হয়েছে। ইসি সূত্র জানিয়েছে, তফসিলে ভোটগ্রহণের দিন হিসাবে নির্বাচন কমিশন (ইসি) আগামী ৮ ও ১২ ফেব্রুয়ারি দুটি তারিখ বিবেচনায় রেখেছে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারির সম্ভাবনাই বেশি।
গতকাল দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। সেই সাক্ষাতে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। তাতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানানো হয় ইসি সচিবের পক্ষ থেকে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অন্যান্য কমিশনারকে নিয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বিকাল ৪টায় তফসিলসংক্রান্ত প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার রেকর্ড করে।
পরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। ভোটের সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৮ বা ১২ ফেব্রুয়ারি এই দুদিনের যে কোনো একদিন ভোট হতে পারে।
এদিকে তফসিল ঘোষণার আগে গতকাল বুধবার বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, তা ‘অবৈধ’ ঘোষণা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। তবে আদালতের ওই রায় তফসিলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
এ নির্বাচন কমিশনার বলেন, প্রভাব ফেলার তো কথা না। আমাদের মতো আমরা (তফসিল) ঘোষণা দেব। যদি ওইটা (বাগেরহাটের আসন) না দিতে হয়, না দেব। অসুবিধা নেই। আমরা বসব অর্ডার নিয়ে; দেখি কী হয়। আমাদের মতো আমরা ঘোষণা দেব।
ইসি আগেই জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। তাই এবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
আরপিও সংশোধন : অন্যদিকে তফসিল ঘোষণার সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আবার পরিবর্তন আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গণপ্রতি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বেশ কয়েকটি অনুচ্ছেদ পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে সরকার। গত সোমবার এ গেজেট প্রকাশ করা হয়।
প্রকাশিত সংশোধনীটির মূল বিষয়বস্তু হচ্ছে প্রবাসীদের জন্য প্রযোজ্য পোস্টাল ব্যালটের ভোট গণনা, ফল ঘোষণা সহজীকরণ, নির্বাচনকালীন নিয়মবহির্ভূত আচরণ বিধিমালা ভঙ্গের বিচার জোরদার করা। এ ছাড়াও নিরপেক্ষতা নিশ্চিতে ও স্বচ্ছতা রক্ষায় জবাবদিহি জোরদার করার জন্য নির্দিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তাদের বিচারিক ও প্রয়োগকারী ক্ষমতাও এ সংশোধনের মাধ্যমে বৃদ্ধি করা হয়েছে।
অধ্যাদেশে আরপিওর ২৭ নম্বর অনুচ্ছেদ ১০ নম্বর দফা প্রতিস্থাপন করে ডাকযোগে পাঠানো ব্যালট বাতিলের জন্য সুনির্দিষ্ট শর্ত যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, একটি পোস্টাল ব্যালট পেপার চিহ্নিত না থাকলে, একাধিক প্রতীকের বিপরীতে বা অস্পষ্টভাবে চিহ্নিত থাকলে, রিটার্নিং অফিসার কর্তৃক দেরিতে প্রাপ্ত হলে অথবা তাতে ভোটার কর্তৃক ঘোষণাপত্র না দেওয়া থাকলে তা ভোট গণনা থেকে বাদ দেওয়া হবে। সেই সঙ্গে ৩৭ নম্বর অনুচ্ছেদ সঙ্গে ৩৭-এ উপধারা সংযোজন করে ডাকযোগে পাঠানো ব্যালট গণনার জন্য বিশেষ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।
সংশোধনীর ফলে নির্বাচনী অনিয়ম রোধে গঠিত ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’ এখন থেকে শুধু তদন্তই করবে না, সরাসরি বিচারিক ক্ষমতাও প্রয়োগ করতে পারবে। নির্বাচনী অপরাধে তারা তাৎক্ষণিক শাস্তি বা দণ্ড দিতে পারবে। নতুন এই অধ্যাদেশের মাধ্যমে কমিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি’।
নতুন সংযোজিত ধারা ৯১এ অনুযায়ী, এই কমিটি আরপিওর ৭৩, ৭৫, ৭৭ ও ৯১বি ধারার (৩) উপধারায় বর্ণিত অপরাধসমূহের সরাসরি বিচার করতে পারবে। এ ক্ষেত্রে কমিটির সদস্যরা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন এবং ফৌজদারি কার্যবিধির বিধান অনুসরণ করে বিচার পরিচালনা করবেন। এতদিন নির্বাচনী তদন্ত কমিটি কেবল অনিয়ম তদন্ত করে ইসির কাছে সুপারিশ বা প্রতিবেদন পাঠাত। এই বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ৩০০ আসনে দায়িত্ব পালনে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দীন। মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সহায়তা চান।
সংশোধিত আরপিওতে পুলিশ ও প্রশাসনের সহায়তা করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে বলা হয়েছে- রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, পুলিশ কমিশনার থেকে শুরু করে থানার ওসি এবং নির্বাচনী দায়িত্বে থাকা বিশেষ বাহিনী সবাই কমিটিকে সহায়তা করতে বাধ্য থাকবেন।
ডাকযোগে ব্যালট গণনা প্রক্রিয়া : সংশোধিত আরপিও অনুযায়ী, কেবল ডাকযোগে ব্যালট গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে একটি ভোটকেন্দ্র হিসেবে গণ্য করা হবে। রিটার্নিং কর্মকর্তা ডাকযোগে ব্যালট গণনার জন্য একজন প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক পোলিং কর্মকর্তা নিয়োগ করবেন।
প্রিসাইডিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের নির্বাচনী ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ডাকযোগে ব্যালটের খাম খুলে কমিশন নির্ধারিত পদ্ধতি অনুসারে ভোট গণনা করবেন। গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা নির্ধারিত ফরমে একটি প্রমাণীকৃত বিবৃতি তৈরি করে দ্রুত রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবেন। রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী এলাকার সমন্বিত ফলাফলের সঙ্গে এই গণনার ফল অন্তর্ভুক্ত করবেন।
ফল ঘোষণার নিয়ম : ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরপিওর ৩৯ নম্বর অনুচ্ছেদেও সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, ফল গণনার পর রিটার্নিং কর্মকর্তা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি জারি করবেন। গণবিজ্ঞপ্তিতে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এবং প্রাপ্ত ভোটের মোট সংখ্যা উল্লেখ থাকতে হবে।










