হত্যা ষড়যন্ত্রে যুক্ত ছিলেন মইন উ আহমেদ
শাহজাহান আকন্দ শুভ : ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে ৭ কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে দায়ী করা হয়েছে। তিনি পিলখানার ভেতরে হত্যাযজ্ঞে জড়িত বিডিআর সদস্যদের সরকারের অবৈধ সাধারণ ক্ষমা ঘোষণার বিরুদ্ধে কোনো ভূমিকা নেননি। এ ছাড়া অফিসারদের প্রাণরক্ষায় পিলখানায় সেনা অভিযান না চালিয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে প্রায় দুই মাইল পেছনে আবাহনী মাঠে অবস্থান করার নির্দেশ দেন। এতে পিলখানার ভেতর ঘাতকরা অফিসারদের খুঁজে খুঁজে হত্যার সুযোগ পায়। পিলখানায় হত্যাযজ্ঞের ষড়যন্ত্রের সঙ্গে মইন উ আহমেদ যুক্ত ছিলেন। এছাড়া বিদ্রোহ শুরুর পরপরই শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন এবং দেশটির সরকারের কাছে আন্তর্জাতিক সহায়তা চান বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধান হিসেবে জেনারেল মইন উ আহমেদের অন্যতম দায়িত্ব ছিল সেনাবাহিনীর প্রতিটি অফিসার ও সৈনিককে নিরাপত্তা প্রদান করা। তার ভাষ্যমতে, সকাল নয়টার পরই তিনি জানতে পারেন যে পিলখানায় কিছু একটা হয়েছে। এর কিছুক্ষণ পর সকাল ৯টা ৪৫ মিনিটে ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল টেলিফোনে বিডিআরে ভয়াবহ পরিস্থিতির কথা তাকে জানান এবং তাদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী প্রেরণ করতে অনুরোধ করেন। তিনি তৎক্ষণাৎ ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে পিলখানায় যাওয়ার নির্দেশ দিলেও তাদের অভিযান পরিচালনার জন্য সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেননি। ৪৬ পদাতিক ব্রিগেডের প্রথম দলটি সকাল ১০টা ৪৫ মিনিটে পিলখানায় পৌঁছলেও আদেশের অভাবে তারা ত্বরিত আক্রমণ পরিচালনা করতে পারেনি। বরং কিছু কনিষ্ঠ অফিসার আক্রমণ পরিচালনা করতে উদ্যত হলেও তাদের আক্রমণ পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, জেনারেল মইন উ আহমেদ অপারেশন পরিচালনার ব্যাপারে সিজিএসকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষমাণ থাকেন। সেনা অপারেশন পরিচালনার জন্য যে মুহূর্তে সেনাসদরে তার উপস্থিতি একান্তভাবে প্রয়োজন ছিল, সে মুহূর্তে তিনি যমুনায় গিয়ে সময়ক্ষেপণ করেন। অফিসারদের প্রাণরক্ষার্থে সেনা অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি জোরালো আবেদন করেছিলেন এমন কোনো প্রমাণ তিনি তার সাক্ষ্যে প্রদান করতে পারেননি। ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে জেনেও তিনি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। বরং পিলখানায় সেনা অভিযান চালালে ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এবং প্রবেশ করলে আর কখনও ফেরত যাবে নাÑ এমন অদ্ভুত যুক্তি কমিশনের সামনে তুলে ধরেন মইন উ আহমেদ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুপুর ১২টা হতে ২টার মধ্যে ভারতের এনডিটিভিতে ডিজি বিডিআরকে হত্যার খবর প্রচারিত হয়, যা এটিএন বাংলা তাদের দুপুর ২টার খবরে প্রচার করে। দুপুর ২টা হতে আড়াইটার মধ্যে পিলখানার পার্শ্বস্থ কামরাঙ্গীরচরে কর্নেল মুজিব ও লে. কর্নেল এনায়েতের মরদেহ ভেসে ওঠে। সুতরাং জেনারেল মইন উ আহমেদ সন্দেহাতীতভাবেই জানতেন যে অফিসারদের হত্যা করা হয়েছে এবং সময়ক্ষেপণ করলে আরও অফিসারকে হত্যা করা হবে। এ পরিস্থিতিতেও তিনি সরকারের রাজনৈতিক সমঝোতার প্রহসন এবং অবৈধ সাধারণ ক্ষমাকে সমর্থন দিয়ে গেছেন। এমনকি বিডিআর সদস্যদের যে দল যমুনায় গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে, সে আলোচনায়ও তিনি কোনোরূপ ভূমিকা রাখার চেষ্টা করেননি। বিডিআর প্রতিনিধি দলের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে সরকার সেনাবাহিনীকে বিডিআর সদস্যদের দৃষ্টিসীমার বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে তিনি বিনা বাক্যব্যয়ে সে নির্দেশ পালন করেন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে প্রায় ২ মাইল পিছনে আবাহনী মাঠে সমাবেশ এলাকায় অবস্থান করতে নির্দেশ দেন।
কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে সরে যাওয়ার নির্দেশের ফলে হত্যাকারীরা অফিসারদের খুঁজে খুঁজে হত্যা করার সুযোগ পায়। সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ছেড়ে চলে আসায় হত্যাকারীরা পিলখানা ছেড়ে পালিয়ে যাওয়ার মহাসুযোগকে কাজে লাগায়। পিলখানায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অফিসারদের পরিবারসমূহের ওপর অমানবিক নির্যাতন চালানোর সুযোগ পায়। আবাহনী মাঠে সমাবেশ এলাকায় সমবেত হওয়ার সঙ্গে সঙ্গে ৪৬ স্বতন্ত্র ব্রিগেড হতে পিলখানার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হত্যাকারীদের এবং ষড়যন্ত্রকারীদের হাতে চলে যায়। মূল ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা মোতাবেক হত্যাযজ্ঞ সম্পূর্ণ করার সুযোগ পেয়ে যায়। জেনারেল মইন উ আহমেদের উপরিউক্ত কর্মকাণ্ড স্পষ্টতই প্রমাণ করে যে তিনি এই হত্যাযজ্ঞের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
হত্যাযজ্ঞের ষড়যন্ত্রে যুক্ত থাকার পিছনে কমিশনের প্রতিবেদনে কয়েকটি কারণকে সহায়ক হয়ে থাকতে পারে বলে মনে করা হয়েছে। কারণগুলো হলো, তিনি ছিলেন ১/১১-এর রূপকার। সেনা সমর্থিত সরকারের মূলত তিনিই ছিলেন চালিকাশক্তি এবং তার অঙুলি হেলনেই দীর্ঘ ২ বছর সবকিছু হয়েছে। সে সময় তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বন্দি করেছিলেন। সুতরাং তিনি ভয়ে ছিলেন যে আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সে ভয়েই সরকারকে খুশি করার জন্য তিনি এই ষড়যন্ত্রে অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রণব মুখার্জি তার ‘কোয়ালিশন ইয়ার্স’ বইয়ে উল্লেখ করেছেন যে জেনারেল মইন উ আহমেদকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপ্রতি বানাতে রাজি হতে পারে। রাষ্ট্রপতি হওয়ার লোভেও তিনি এ ষড়যন্ত্রে সায় দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা যায়। তবে জেনারেল মইন উ আহমেদ তার অনলাইন সাক্ষ্যে প্রণব মুখার্জির ভাষ্যকে সর্বেব মিথ্যা বলে দাবি করেছেন। তিনি সম্ভবত সুযোগ খুঁজছিলেন পরিস্থিতির ভয়াবহতার মধ্যে পুনরায় ক্ষমতা দখল করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কমিশনের প্রতিবেদনে ৭ কারণে মইন উ আহমেদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কারণগুলো হলোÑ ষড়যন্ত্র বাস্তবায়নে সমর্থন; সেনা অভিযানের মাধ্যমে বিদ্রোহ দমনের শতভাগ নিশ্চয়তা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযান পরিচালনা না করা; হত্যা, লাশ গুম, নারী ও শিশু নির্যাতন, আলামত ধ্বংস, অস্ত্র ও গোলাবারুদ লুট, ব্যক্তিগত সম্পদ লুট, অপরাধীদের পলায়নে সহায়তা; সত্য গোপন; হত্যাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণার বিরুদ্ধে কোনো ভূমিকা না রাখা; সেনাবাহিনীর মনোবলে আঘাত করা; ব্যক্তিগত সুবিধা নিশ্চিত করার জন্য বিদেশি শক্তির অনুকম্পা প্রার্থনা করা। এ ছাড়া বিডিআর বিদ্রোহ দমনে উদ্যোগী, দেশপ্রেমী ও সাহসী সেনা অফিসারদের সেনাবাহিনী থেকে চাকরিচ্যুতি, সাজা প্রদান এবং পদোন্নতিবঞ্চিত করা।
বিডিআর কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিডিআর সদস্যদের সঙ্গে বিএসএফের যোগাযোগ হয়েছে এবং সেনাবাহিনী আক্রমণ শুরু করলে বিএসএফের সহায়তায় ভারতে চলে যাওয়ার প্রতিশ্রুতি ছিল। ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে বলে এসআইএন্ডটির শিক্ষার্থীদের মেজর জেনারেল তারিক এবং লে. জেনারেল মামুন খালেদ কর্তৃক হুমকি দেওয়া হয়েছিল। তৎকালীন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী ১১ ডিভিশনের জিওসির কাছ থেকে এই মর্মে একটি তথ্য পান যে, ভারত বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশ করছে। তারা একটি প্যারাট্রুপার বাহিনীও প্রস্তুত রেখেছে এই জন্য যে বাংলাদেশ সেনাবাহিনী যদি অভিযান পরিচালনা করে, তা হলে তারা শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের ভাষ্যমতে, সশস্ত্র বাহিনী সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালাবে বলে তিনি সংবাদ পাচ্ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানায় বিদ্রোহ শুরু হওয়ার পরপরই শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন এবং তার সরকারের কাছে আন্তর্জাতিক সহায়তা চান। শেখ হাসিনাকে প্রণব মুখার্জি আশ্বাস দেন যে তাকে (শেখ হাসিনাকে) সব ধরনের সহায়তা করা হবে। ভারতের পররাষ্ট্র সচিব শিবশংকর মেনন শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য যুক্তরাজ্য, চীন এবং জাপান সরকারের সঙ্গে যোগাযোগ করেন।











