মঙ্গলবার সকালে ঢাকায় আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় লন্ডন নিয়ে যেতে জার্মান থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার রাতে সংস্থার ঊর্ধ্বতনএকজন একজন কর্মকতা জানান, জার্মান এয়ারলাইন্স— এফএআই এভিয়েশন গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং আবেদন অনুযায়ী এদিন রাত ৯টার দিকে ফ্লাইটটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারলেও অবস্থা একই রকম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। কিন্তু ‘কারিগরি ত্রুটির কারণে’সেটি ঢাকায় আসতে পারেনি। এর বিকল্প হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানো হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষে থেকে বলা হয়েছে শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপারস্ এখনও বিমানযাত্রা করার মতো হয়ে উঠতে পারেননি। এ জন্যই তার লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে। চিকিৎসকরা আরও বলেন, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাই আমার আশা করছি দ্রুতই তিনি বিমানযাত্রায় সক্ষম হয়ে উঠতে পারবেন।
বিএনপি চেয়ারপারসনের সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর রোববার সকালে তাকে লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধাস্তের কথা জানাবে খালেদা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
ঢাকায় কাতার দূতাবাসের তথ্য অনুযায়ী, জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপের’ কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল- ৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট উড়োজাহাজ।
এতে অ্যাম্বুলেন্সের সর্বাধুনিক যাবতীয় সুবিধা রয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সে এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন সরবরাহ, ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রীসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি এতে থাকছেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস, যারা আকাশপথে নেওয়া রোগীদের নিবিড় পরিচর্যার বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন।











