বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশের এসআইমোহাম্মদ আলী জানান, স্টেশনের বাইরের দিকের প্লাটফর্মে ককটেল ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্টেশনে অপেক্ষামান যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সিসি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে, রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজন দ্রুত পালিয়ে যায়।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।অপরাধীদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর আরও দুই জায়গায় এক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এরমধ্যের বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ ভবনের সামনের রাস্তায় এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর