বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাজার হাজার কোটি টাকার বীমা দাবি বকেয়া

news-image

আবু আলী
দেশের ইসলামি বীমা খাতে চলমান সংকট নতুন মাত্রা পেয়েছে। এ খাতের গ্রাহকের হাজার হাজার কোটি টাকার বীমা দাবি বকেয়া আছে। পাওনা আদায়ে চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে বেশ কিছু ইসলামি বীমা কোম্পানির আর্থিক অনিয়ম ও তহবিল তসরুফের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায়। এমন পরিস্থিতিতে কোম্পানিগুলোর নীতিনির্ধারণী প্রতিষ্ঠান সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের (সিএসসিআইআই) কার্যকারিতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে গ্রাহকদের বকেয়া দাবি- ২ হাজার ৭৪২ কোটি ৯১ লাখ টাকা, যা পুরো বীমা খাতের বকেয়া দাবির প্রায় ৭৫.৬০ শতাংশ। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বকেয়া দাবির পরিমাণ ২৪৬ কোটি ৪৯ লাখ টাকা। আর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে বকেয়া বীমা দাবি ৫৩ কোটি ৮৯ লাখ টাকা। সবমিলিয়ে তিনটি ইসলামী বীমা কোম্পানির বকেয়া দাবির পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৪৩ কোটি ২৯ লাখ টাকা, যা খাতটির ইতিহাসে এক নজিরবিহীন সংকট।

ক্ষতিগ্রস্ত একাধিক বীমা গ্রাহক আমাদের সময়কে বলেন, অনেক আগেই পলিসি মেয়াদ শেষ হয়েছে। অফিসে গেলে শুধু আশ্বাস দেয়, টাকা পাওয়া যায় না। ইসলাীম বীমা বলে বিশ্বাস করেছিলাম, এখন আফসোস করছি।

আইডিআরএ তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার তহবিল আত্মসাৎ করা হয়েছে। অন্যদিকে নানা অনিয়ম-দুর্নীতি ও আত্মসাতের মাধ্যমে আর্থিক সক্ষমতা হারিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ

ইন্স্যুরেন্স কোম্পানি। মালিকানা পরিবর্তন হলেও আর্থিক সক্ষমতা ও গ্রাহকসেবায় ইতিবাচক কোনো পরিবর্তন আসেনি ফারইস্ট ইসলামী লাইফ ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। বীমা বিশেষজ্ঞরা বলেছেন, গ্রাহকের প্রিমিয়াম থেকে সংগৃহীত এই তহবিল বিনিয়োগ ও দাবি নিষ্পত্তিতে ব্যবহারের কথা থাকলেও তা বিভিন্ন অনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।

ইসলামি বীমা কোম্পানিগুলোর পণ্য কাঠামো, বিনিয়োগনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ (সিএসসিআইআই)। এই কাউন্সিলের দায়িত্ব হলো- ইসলামী শরীয়াহ অনুসারে প্রোডাক্ট ও বিনিয়োগ মডেল অনুমোদন করা, কোম্পানির আর্থিক কর্মকাণ্ড শরীয়াহ সম্মত রাখার নির্দেশনা দেওয়া এবং নিয়মিত শরীয়াহ অডিট পরিচালনা করা। তবে বীমা খাতের বিভিন্ন অনিয়মে কাউন্সিলের নীরব ভূমিকা ও অনুমোদন প্রদানের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ফারইস্ট ইসলামী লাইফের জমি কেনা সংক্রান্ত অনিয়মে শরীয়াহ কাউন্সিলের অনুমোদন সংক্রান্ত তথ্য প্রকাশের পর সমালোচনা বাড়ে।

জানা গেছে, বাংলাদেশে ইসলামি বীমা ব্যবসা শুরু হয় ১৯৯৯ সালে, ইসলামি শরীয়াহভিত্তিক বীমা পণ্য প্রবর্তনের মাধ্যমে। এর ধারাবাহিকতায় ২০০০ সালের দিকে প্রথম শরীয়াহ কাউন্সিল গঠিত হয় ইসলামি বীমার নীতি-সংহিতা নির্ধারণের জন্য। বর্তমানে প্রায় ১২টি ইসলামি লাইফ বীমা কোম্পানি এবং পাঁচটির বেশি প্রচলিত কোম্পানির ইসলামি উইন্ডো শাখা এই কাউন্সিলের নীতিমালার অধীনে পরিচালিত হচ্ছে। তবে আর্থিক অনিয়মের দায়ে কয়েকটি কোম্পানি যখন তদন্তের মুখে, তখন কাউন্সিলের তদারকি কাঠামো কতটা কার্যকর, তা নিয়েও ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

আইডিআরএর চেয়ারম্যান ড. এম আসলাম আলম সম্প্রতি জানিয়েছেন, দেশের ১৫টি লাইফ বীমা কোম্পানির আর্থিক অবস্থা উচ্চ ঝুঁকিতে। এসব কোম্পানি আনভায়াবল (টিকে থাকতে অক্ষম) পর্যায়ে পৌঁছে গেছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, গুরুতর আর্থিক সংকটে থাকা ১৫টি লাইফ বীমা কোম্পানির মধ্যে কিছু ইসলামি বীমা কোম্পানির আর্থিক অনিয়ম মারাত্মক রূপ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক তদন্ত ও নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। হাজার হাজার গ্রাহক যখন নিজের টাকার অপেক্ষায়, তখন প্রশ্ন উঠছে- ইসলামি বীমা খাতের শরীয়াহ কাউন্সিল কি সত্যিই শরীয়াহভিত্তিক নৈতিকতা ও স্বচ্ছতা রক্ষায় ভূমিকা রাখছে, নাকি কেবল প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।

অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা মনে করেন, ইসলামি বীমা খাতে বর্তমান সংকট কেবল প্রশাসনিক নয়, এটি আস্থার সংকট। ইসলামি মূল্যবোধের নাম ব্যবহার করে যদি আর্থিক অনিয়ম, বিনিয়োগে দুর্নীতি ও গ্রাহক ভোগান্তি চলতেই থাকে, তাহলে পুরো খাতের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের সদস্য এসএম নুরুজ্জামান আমাদের সময়কে বলেন, শরীয়াহ কাউন্সিলকে সেভাবে ক্ষমতা দেওয়া হয় না। ফলে এ বিষয়ে ভূমিকা রাখতে পারছে না। তবে আইনি ক্ষমতা পেলে অর্থ তছরুফসহ নানা ধরনের অনিয়মের বিষয়ে ভূমিকা রাখতে পরত শরীয়াহ কাউন্সিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ আমাদের সময়কে বলেন, আসলে বাংলাদেশের প্রেক্ষিতে দুটি কারণে বীমা শিল্পের দুরাবস্থা। সঠিক শিক্ষার অভাব এবং উদ্যোক্তাদের ইলমোটিভ দায়ী। দেশের বীমা শিক্ষার বিস্তার ঘটেনি। ঢাকা বিশ^বিদ্যালয়ে ২০১২ সালে ব্যাংকিংয়ের সঙ্গে ইন্স্যুরেন্স বিভাগ চালু হয়। এরপর মাস্টার্স কোর্স চালু হলেও শিক্ষার্থীর অভাবে সেটি বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার বিস্তার ঘটছে না। অন্যদিকে আমাদের মুনাফাখোর উদ্যোক্তারা তাঁদের অনুগত লোক দিয়ে কমিটি গঠন করেন। ফলে তাঁরা যেভাবে চায়, কমিটি সেভাবে কাজ করে।

 

এ জাতীয় আরও খবর