ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
ফেনী প্রতিনিধি : ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) ভোররাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারব, কখন কারা কীভাবে আগুন লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।’
ফেনীর এ ক্যাটাগরী আহত জুলাইযোদ্ধা নাহিদুর রহমান জানান,জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেওয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ যাচ্ছে, পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্য দিয়ে প্রমাণ হয়, আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতি সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। অথচ আমাদের আওয়ামী প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।’
ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না, তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এসব ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দল মত নির্বিশেষে সবাই এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠের সোচ্চার হতে হবে।’











