মনোনয়ন নিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধভাবে জেতাতে হবে
নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে সন্তানের মতো নিরাপদ রাখতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মনোনয়ন নিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে হবে। গতকাল সোমাবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। বৈঠকে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীরা এসব তথ্য জানান।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গত রবিবার সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এখন কম-বেশি ২০০ আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি। আগামী সপ্তাহের মধ্যে এই তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গতকালের বৈঠকে তারেক রহমান বলেন, একটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন। কিন্তু আমি একজনকে মনোনয়ন দিতে পারব। তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বিএনপি তথা ধানের শীষ একটি পরিবার। এটা আমাদের সন্তান। এটাকে বিভক্ত করে নয়, তাকে ঐক্যবদ্ধ রেখে সুস্থ ও নিরাপদ রাখা আমাদের কর্তব্য।
এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের উদাহরণ টানেন তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়া যদি গণতন্ত্র ও দেশের জন্য কারাগারে যেতে পারেন, তাহলে আমি আপনি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারব না? তারেক রহমান বলেন, খালেদা জিয়া ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তিনি চাইলে থেকে যেতে পারতেন। তিনি কিন্তু তা করেননি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছয়বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।
গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমাদের কত নেতাকর্মী হারিয়ে গেছেন। পঙ্গুত্ববরণ করতে হয়েছে। কত নেতাকর্মীকে জেল-জুলুমের শিকার
হতে হয়েছে। তাঁদের সবার ত্যাগের কথা স্মরণ রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের এই বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় উপস্থিত সম্ভাব্য প্রার্থীরাও চোখের পানি মুছতে থাকেন বলে সংশ্লিষ্টরা জানান।
সভায় অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীরা জানান, সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যাঁরা মনোনয়ন পাবেন না; তাঁদেরকে দল বিভিন্নভাবে মূল্যায়ন করবে।
নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন তারেক রহমান। এই পরিস্থিতিতে ভুল ত্রুটি না করার জন্য নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধভাবে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানোরও পরামর্শ দেওয়া হয়েছে। ধানের শীষের পক্ষে সব নেতাকে কাজ করার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যাঁরা মনোনয়ন পাবেন, তাঁদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলায় নির্দেশনা দেন তিনি। চলতি মাসের অধেক প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় শুধু তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনায় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
বিকাল ৫টা থেকে সিলেট ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্রে জানা গেছে, সভায় সিলেট বিভাগে মনোনয়নপ্রত্যাশী ৬৬ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে ১৬ জন মনোনয়নপ্রত্যাশী, সিলেট জেলার ছয়টি আসনে ২৬ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলাপর চারটি আসনে ১৬ জন এবং মৌলভীবাজার জেলার চারটি আসনে আটজন মনোনয়নপ্রত্যাশী সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সিলেট ও খুলনা বিভাগের সাতজন মনোনয়নপ্রত্যাশী জানিয়েছেন, সভায় তারেক রহমান নেতাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন। খুলনা-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। আর যে ষড়যন্ত্র চলছে, এর জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এর আগে বিকাল ৪টা থেকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী ও বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। প্রায় এক ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজশাহী বিভাগের প্রায় ১০০ মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন। ওদিকে বরিশাল বিভাগের প্রায় ৭০ জন মনোনয়নপ্রত্যাশী সভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের উজ্জীবিত করা ও ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরার জন্য নেতাদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এ ছাড়া দেশ, জাতি, গণতন্ত্র, দল এবং নেতাকর্মীদের জন্য গত ১৬ বছর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ-তিতিক্ষা, নির্যাতনের কথা উল্লেখ করে নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, সভায় সবাইকে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
সর্বশেষ ঢাকা বিভাগীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আবেগঘন বক্তব্যে উপস্থিত আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরছিল।
উল্লেখ্য, গত রবিবার রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুরের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তারেক রহমান।











