বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক : নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার (২৬ অক্টোবর) এক সাংবিধানিক ঘোষণায় নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেন তিনি।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ আব্বাস তার ঘনিষ্ঠ সহযোগী ও সিনিয়র কর্মকর্তা হুসেইন আল-শেখকে অস্থায়ী উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন।

দেশটির সাংবিধানিক ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্টের পদ শূন্য হলে আল-শেখ সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-শেখ বর্তমানে পিএলওর নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সর্বোচ্চ ৯০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। নিরাপত্তা বা রাজনৈতিক কারণে নির্বাচন বিলম্বিত হলে সময়সীমা একবারের জন্য বাড়ানো যেতে পারে।

নতুন ঘোষণায় ২০২৪ সালের সাংবিধানিক ডিক্রি নং ১ বাতিল করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি জাতীয় পরিষদের (পিএনসি) চেয়ারম্যানকে প্রেসিডেন্টের উত্তরসূরি হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

আব্বাস বলেছেন, ‘নতুন ব্যবস্থা ফিলিস্তিনি রাজনৈতিক কাঠামোকে বিচার বিভাগ, নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগের পৃথকীকরণের নীতি অনুসারে আরও সুরক্ষিত করবে এবং স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবে।’

প্রসঙ্গত, ৮৯ বছর বয়সী মাহমুদ আব্বাস ২০০৫ সাল থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর তিনি এই পদে আসীন হন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, গাজা ও পশ্চিম তীরের মধ্যে দ্বন্দ্ব এবং ২০০৬ সালের পর থেকে কোনো জাতীয় নির্বাচন না হওয়ায় তার প্রশাসন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভোট সামনে রেখে ডিসি পদে আসছে নতুন মুখ

নিজেদের নীতিমালাই মানেনি বিমান

মেট্রোরেল নির্মাণে গুরুত্ব পায়নি ঝুঁকি-মূল্যায়ন

সহপাঠীদের গোপন ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠান বাকৃবি ছাত্রী

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সিটি ইউনিভার্সিটির মামলায় ১০০০, ড্যাফোডিলের মামলায় ২৫০ আসামি

ইমাম-খতিবরা হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানী

নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের

নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

যে কারণে ‎কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম