শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধা বৃদ্ধির পরও হোঁচট সঞ্চয়পত্রে বিনিয়োগে

news-image

জিয়াদুল ইসলাম
সুযোগ-সুবিধা বাড়ানোর পরও সঞ্চয়পত্রে বিনিয়োগে আকর্ষণ কম হচ্ছে। সর্বশেষ আগস্ট মাসে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ এসেছে মাত্র ২৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ৭ গুণ কম। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ হয়েছে দেড় হাজার কোটি টাকার কিছু বেশি। এটি গত অর্থবছরের প্রথম দুই মাসের চেয়ে ১৬৮ শতাংশ কম।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এতে নিম্ন ও মধ্যবিত্তদের সঞ্চয়প্রবণতা কমে গেছে। আবার রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত সরকারের সুবিধাভোগী ধনী গোষ্ঠীর অনেকে আত্মগোপনে চলে গেছেন। এ ছাড়া আমানত ও সরকারি ট্রেজারি বিল-বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ের বিনিয়োগের একটি বড় অংশ সেখানে স্থানান্তর হয়েছে। এসব কারণে নিট বিনিয়োগে প্রভাব পড়েছে।

সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ সরকারের ঋণ হিসেবে গণ্য হয় এবং তা বাজেট ঘাটতি অর্থায়নে ব্যবহার করা হয়। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৫০০ কোটি টাকা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি অর্থবছরে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিলের শর্ত শিথিল করে সরকার, আগে এই সীমা ছিল ৫ লাখ টাকা। এ ছাড়া গত অর্থবছরের মাঝামাঝিতে এসে প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তিপর্যায়ের সব সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদ শেষে পুনর্বিনিয়োগ সুবিধা চালু করা হয়। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের পুনর্বিনিয়োগ সুবিধা আবার চালু করা হয়। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগসীমা প্রত্যাহার করা হয়। পেনশনার সঞ্চয়পত্রে মুনাফা তিন মাসের পরিবর্তে

প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি গত জানুয়ারি থেকে সব ধরনের সঞ্চয়পত্রে একটি সীমা পর্যন্ত সুদের হার বাড়িয়েছে সরকার। এসব সুবিধা বাড়ানোয় সঞ্চয়পত্রে বিনিয়োগ উৎসাহিত হবে বলে মনে করেছিলেন সংশ্লিষ্টরা। তবে প্রথম দুই মাসে নিট বিনিয়োগ আসার গতিতে সেই প্রভাব দেখা যাচ্ছে না।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ হয় ১ হাজার ২৯৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৬৯ শতাংশ কম ছিল। গত বছরের জুলাইয়ে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ আসে ২ হাজার ১৮৭ কোটি টাকা। অন্যদিকে গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ আসে ২ হাজার ৩৬ কোটি টাকা, সেখানে চলতি বছরের আগস্টে এসেছে মাত্র ২৭৮ কোটি ৮১ লাখ টাকা।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরেও সঞ্চয়পত্র বিক্রি থেকে কোনো ঋণ পায়নি সরকার। গত অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র বিক্রি থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকার নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বিক্রিতে নেতিবাচক ধারা অব্যাহত থাকায় সংশোধিত বাজেটে সেটি কমিয়ে ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। তারপরও পুরো অর্থবছরে নিট বিক্রি (বিনিয়োগ) ঋণাত্মক হয় প্রায় ৬ হাজার কোটি টাকা। অর্থাৎ এ সময়ে সঞ্চয়পত্রে কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি ছিল।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত অর্থবছরের ১২ মাসের মধ্যে ছয় মাসই সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ ঋণাত্মক হয়। এর মধ্যে অক্টোবরে ৩ হাজার ২২৫ কোটি টাকা, নভেম্বরে ৩ হাজার ৪৩১ কোটি টাকা, ডিসেম্বরে ৩ হাজার ৯২১ কোটি টাকা, জানুয়ারিতে ৪ হাজার ৭৬৯ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ১ হাজার ৭৫৮ কোটি টাকা ও জুনে ১৬৯ কোটি টাকা। অন্যদিকে বাকি মাসগুলোতে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ ইতিবাচক ধারায় ছিল। এর মধ্যে গত অর্থবছরে জুলাইতে ২ হাজার ১৮৭ কোটি টাকা, আগস্টে ২ হাজার ৩৬ কোটি টাকা, সেপ্টেম্বরে ৪ হাজার ১০৯ কোটি টাকা, মার্চে ৮০ কোটি টাকা, এপ্রিলে ১ হাজার ২৬০ কোটি টাকা ও মেতে ১ হাজার ৫৩৭ কোটি টাকা।

তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, তার আগের দুই অর্থবছরেও সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ ঋণাত্মক ধারায় ছিল। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটে সঞ্চয়পত্র বিক্রি থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ হাজার কোটি টাকা। তবে বিক্রি ধারাবাহিক কমতে থাকায় সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৭ হাজার ৩১০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছিল। তাতে পুরো অর্থবছরে নিট বিনিয়োগ ঋণাত্মক হয়েছিল প্রায় ২১ হাজার ১২৪ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে নিট বিনিয়োগ ঋণাত্মক হওয়ার পরিমাণ ছিল ৩ হাজার ২৯৬ কোটি টাকা।

 

এ জাতীয় আরও খবর

আজ ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার, ট্রাম্পের সম্ভাবনা খুবই কম

রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই

শেষ মুহূর্তের গোলে স্তব্ধ বাংলাদেশ, হংকংয়ের নাটকীয় জয়

কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ: ওপারে থেমে থেমে গুলি, এপারে আতঙ্ক

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়

রাজধানীর বাজারে কমছে না সবজির দাম

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং

আশ্বিনের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি