আওয়ামী লীগ নেতার হিমাগারে ৩ জনকে আটকে রেখে নির্যাতন
রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের মালিকানাধীন একটি হিমাগারে এক তরুণ, এক নারী ও এক কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা হিমাগারে ভাঙচুর চালায় এবং তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পবা উপজেলার বায়া এলাকায় অবস্থিত সরকার কোল্ড স্টোরেজের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিনজনকে অফিসকক্ষে আটকে রেখে লাঠি, বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটানো হয়। পরে তাদের শরীরে সেফটি পিন ফুটিয়ে দেওয়া হয়।
আহতদের মধ্যে ২৭ বছর বয়সী এক তরুণ রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। তার সঙ্গে ছিলেন ৩০ বছর বয়সী খালাতো বোন ও ১৩ বছর বয়সী ছোট বোন। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কুঠিপাড়া গ্রামে।
নির্যাতনের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), মেয়ে আখি (৩৫) ও হাবিবার (৪০) বিরুদ্ধে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আজ সকালে মোহাম্মদ আলী সরকারের পরিবারের পক্ষ থেকে ফোন আসে—‘একটু আসো, কথা আছে।’ পরিচিত মানুষ হওয়ায় তারা সাড়া দেন। হিমাগারে পৌঁছানোর পরই দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শুরু হয় নির্যাতন। তিনজনকে টেনে-হিঁচড়ে অফিসকক্ষে নেওয়ার পর তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় যাতে কেউ বাইরে যোগাযোগ করতে না পারে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে লাঠিপেটা, চুল টানা ও অকথ্য গালিগালাজ। শেষে অজ্ঞান হয়ে পড়েন তিনজনই।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দরজা খোলার দাবি করেন, কিন্তু কেউ সাড়া দেয় না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
কিশোরীটি জানায়, তার শরীরের বিভিন্ন স্থানে সেফটি পিন ফুটিয়ে দেওয়া হয়।
অপর নির্যাতিত নারী জানান, ‘মোহাম্মদ আলী সরকারের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক ভালো ছিল। কিন্তু তার ছেলে-মেয়েরা মনে করত আমার সঙ্গে তার অনৈতিক সম্পর্ক আছে। সেই সন্দেহ থেকেই তারা আজ আমাদের ডেকে এনে নির্যাতন করে।’
ঘটনার পর ক্ষুব্ধ জনতা হিমাগার ঘিরে ফেলেন এবং অভিযুক্ত তিনজনকে ভেতরে অবরুদ্ধ রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় জিকো, আখি ও হাবিবাকে আটক করা হয়। এর আগে জনতা হিমাগারের সিসি ক্যামেরা ও জানালা ভেঙে দেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘নির্যাতনের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।’











