পরীক্ষার ফি দিতে না পারায় শিশু শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষিকা
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : কিন্ডারগার্টেন স্কুল পড়ুয়া গরীব দিনমজুর দিয়ে চলা পরিবারের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষার ফি দিতে না পারায় পরিক্ষার রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সরজমিনে গিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন, আমি কোন কথা বলতে পারবো না। কি করতে পারেন, করেন।
এর আগে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে কথা হয় কিন্ডারগার্টেন স্কুল পড়ুয়া ভুক্তভোগী ২য় শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলা (৮) সঙ্গে। সে তার বাবা সাইফুল ইসলামের সঙ্গে সেখানে এসেছিলো । চোখের পানি মুছতে মুছতে শিক্ষার্থী সুরাইয়া বলে, আমাকে হেড টিচার টাকার জন্য পরীক্ষা দিতে দেননি। উনি আমাকে বলেছেন, তোর বাবা টাকা দিতে পারেনা, তোর পরীক্ষা দিতে হবে না,তুই বাড়ি যা বলে বের করে দেয়।
বাবা সাইফুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ । দিনমজুর দিয়ে অনেক কষ্টে পরিবার নিয়ে চলি। প্রতি মাসেই স্কুলে বেতন দেই। হয়তো এক দুইদিন দেরি হয়। আমার মেয়ের কোন মাসের বেতন বকেয়া নেই। শুধু পরীক্ষার ফি বাকি ছিল যেটা আমি আজকে দিতে গিয়ে দেখি আমার বাচ্চাকে রুম থেকে বের করে বাইরে রেখেছে। আর বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পরে মেয়েকে নিয়ে ইউএনও স্যারের কাছে আসি এবং লিখিত অভিযোগ করি।
সোমবার (১৮ আগস্ট) জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের মঞ্জুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে এমন এক অমানবিক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী সুরাইয়া মনি (৮) ইউনিয়নের জালাইগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটিতে জাতীয় পতাকা উত্তোলন করা নাই এবং বাচ্চাদেরকে স্কুলের মাঠের মধ্যে গাছের নিচে ক্লাস করানো হচ্ছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে মঞ্জুর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমা, রাকিবসহ অনেকে বলেন, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলা ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসে। তখন তাকে বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করে অংশ গ্রহণ করতে বলেন প্রধান শিক্ষকা এমিলি ইয়াসমিন রিনা । মেয়েটি টাকা দিতে না পারায় পরীক্ষার রুম থেকে বের করে দেন তিনি। তখন মেয়েটি স্কুলের মাঠে দাঁড়িয়ে কাঁদতে থাকে।
কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম বলেন, কিন্ডারগার্টেন স্কুলের বিষয়ে আমাদের কিছু করার নেই। এসব প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন। এসব প্রতিষ্ঠানে শুধু সরকারি বই বিতরণ করা হয়ে থাকে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, এবিষয়ে মঞ্জুর আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।