বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রীকে তারকামানের হোটেলে ‘সময় কাটানোর প্রস্তাব’ বিএনপি নেতার

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারের (৭০) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে চার মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু ওই নেত্রী তা প্রত্যাখান করায় বর্তমানে নিরাপত্তাহীনতায় ও ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন।

বিশ্বনাথ সরকারের অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানির প্রতিকার চেয়ে ওই নেত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিন পৃষ্ঠার ওই অভিযোগপত্রটি গতকাল মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ভুক্তভোগী রাজশাহী জেলা মহিলা দলের শীর্ষ পদধারী এক নেত্রী। তার বাড়ি পবা উপজেলায়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিশ্বনাথ সরকার তাকে সঙ্গে নিয়ে ভারত ভ্রমণ ও রাজশাহীর একটি তিন তারকা হোটেলে সময় কাটানো অনৈতিক প্রস্তাব দেন। বিশ্বনাথ ওই নেত্রীকে বলেন, ‘তোমাকে আমি সাত বছর ধরে নজরে রেখেছি। তোমাকে বিয়ে করতে চাই। আমার ওপরটাই হিন্দু। শরীরের নিচের দিক মুসলমান।’ এভাবে তিনি প্রায়ই রাতে ফোন করে অশ্লীল কথাবার্তা বলেন।

ওই নারী নেত্রীকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নানাভাবে উত্যক্ত ও অশালীন ভাষায় কথা বলার একাধিক অডিও রেকর্ড পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বিশ্বনাথ সরকারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অভিযোগের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকেও দেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘দলীয় কর্মসূচি নিয়ে মাঝেমধ্যে ফোনে তার সঙ্গে কথা হয়। কিন্তু যৌন হয়রানি বা উত্যক্তের অভিযোগ ভিত্তিহীন। আমার কী আর সেই বয়স আছে। কেউ হয়তো আমার কণ্ঠ এডিট করে অডিও বানিয়েছে।’

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘দলীয় অনুষ্ঠানে আছেন। এখন কথা বলা যাবে না।’ এরপর একাধিবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 

এ জাতীয় আরও খবর

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভোট সামনে রেখে ডিসি পদে আসছে নতুন মুখ

নিজেদের নীতিমালাই মানেনি বিমান

মেট্রোরেল নির্মাণে গুরুত্ব পায়নি ঝুঁকি-মূল্যায়ন

সহপাঠীদের গোপন ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠান বাকৃবি ছাত্রী

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সিটি ইউনিভার্সিটির মামলায় ১০০০, ড্যাফোডিলের মামলায় ২৫০ আসামি

ইমাম-খতিবরা হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানী

নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের

নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

যে কারণে ‎কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম