সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে আসছে নিলয়-হিমির ‘জলের প্রেম’

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় জনপ্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দুজনেই অভিনয় গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই।

আসন্ন ঈদ উপলক্ষে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই জুটি। নাট্যপ্রেমীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা থাকা এই দুজন এবার একসঙ্গে আসছেন মহসিন আকাশ পরিচালিত ‘জলের প্রেম’ নাটকে।

শিল্পকলার “আনন্দ উৎসব” ৬ জুন, জমকালো আয়োজনে মাতবে রাজধানী
ঈদে ভিন্ন স্বাদের গল্পে তাদের রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ চমক। সমাজ সচেতন ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটির কাহিনি লিখেছেন আল আমিন স্বপন।

নিলয়-হিমি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শিবা সানু, শেলী আহসান, জাহিদসহ আরও অনেকে।

নাটকে গ্রামের সহজ সরল বাবা মা হারা এক যুবকের প্রেমের কাহিনি চিত্রায়িত হয়েছে খুব সুন্দর ভাবে। নাটকের পরিচালক মহসিন আকাশ বলেন, নাটকটি দর্শককে যেমন বিনোদন দেবে, তেমনি ভাবনার খোরাকও দেবে বলে বিশ্বাস। এই নাটকে সবার অভিনয়ই দর্শক বেশ ভাবে নিবে।

নাটকের নায়ক সিরাজ মাঝি নদীর ঘাটে নৌকা চালায়। এই পার থেকে ওইপারে মানুষ পারাপার করে। মিতার বাড়ি নদীর এইপারে। পড়াশোনা করে ওইপারের কলেজে। প্রতিদিন সিরাজের নৌকায় সে নদী পার হয়। পার হতে হতেই নদীর ঘাটে তাদের তাদের প্রেম শুরু হয়।

মিতা আর সিরাজের প্রেমের ঘটনা কেউ জানেনা। মিতার বান্ধবীদের সামনেই সিরাজ মিতা চোখের ইশারারায় কথা বলে তবুও তারা ধরতে পারেনা। মিতার বাবা বিরাট ধনী। নিজের গুন্ডা বাহিনী আছে। সিরাজের বাবা মা কেউ নেই। এই নদীর ঘাটেই তার বসবাস। নৌকা তার ঘরবাড়ি। নৌকায় বসে খায়। রাতে এখানেই ঘুমায়। গভীর রাতে গ্রামের সবাই যখন ঘুমিয় যায় মিতা তখন সিরাজের সাথে দেখা করতে নদীর পারে আসে। কখনো নৌকার মধ্যে, কখন নদীর পারে জঙ্গলে দুজন প্রেম করে। একদিন মিতার বড়ভাই সিরাজ এবং মিতাকে রাতের বেলা কথা বলতে দেখে। এখান থেকেই শুরু হয় ঝামেলা। সিরাজকে উতখাত করতে মিতার বাপ ভাই উঠেপরে লাগে। সিরাজের কিছু না থাকলে তার বুকে আছে সাহস।

সে নদীর ঘাট থেকে কোথাও যাবেনা। মিতার সাথে তার প্রেমের কথা সে সবার সামনেই বলে দেয়। বাড়িতে মিতার উপর নির্যাতন চলে। নদীর ঘাটে সিরাজের উপর নির্যাতন চলে। ঘোষনা দিয়ে দেয়া হয় তার নৌকায় যেনো কেউ না ওঠে। তার কাছে যেনো কেউ কিছু বিক্রি না করে। সিরাজকে নৌকার মধ্যেই এক ঘরে করে রাখা হয়। মিতার বিয়ে ঠিক করে ফেলা হয়। একদিন সন্ধ্যায় মিতা সিরাজের সাথে লুকিয়ে দেখা করে।মিতা সিরাজের সাথে পালিয়ে যেতে চায়। সিরাজ প্রথমে রাজি হয়না। মিতাকে বলে, আমারে বিয়া করার দরকার নাই। ভালো জায়গায় বিয়া কর। দেখবি একটা বাচ্চাকাচ্চা হইলে আমারে ভুইলা যাবি। মিতা সিরাজের কথায় কান্না করে। সে শুধু সিরাজকেই চায়। মিতার কান্না দেখে সিরাজ রাজি হয়। সিদ্ধান্ত হয় শেষ রাতে মিতাকে নিয়ে। সিরাজ পালাবে। মিতার জন্য রাতে অপেক্ষ করে সিরাজ মাঝি। তারপর গল্প অন্যদিকে মোড় নেয়।

সিরাজ মাঝি চরিত্রে এই নাটকে অভিনয় করেছেন নীলয় আলমগীর। মিতা চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি।

 

এ জাতীয় আরও খবর

টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

পাচারের টাকা উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে: বিবিসিকে ড. ইউনূস

হজ শেষে ফিরেছেন ২০৫০০ জন

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকেও জড়াতে চায় ইসরায়েল

বড় ধরনের অঘটন ছাড়াই কেটেছে ছুটির ১০ দিন

তেহরানে নতুন করে বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ

হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

জন্ম নিবন্ধন সনদসহ জরুরি সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে