বর্তমানের ধারা অব্যাহত থাকলে ইসলামের বিপ্লব সম্ভব-গাজি নিয়াজুল করিম
২৫ শে মে রবিবার শহরের স্বপ্নতরী কনভেনশন হল সেন্টারে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয় জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন এর সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান এর সঞ্চালনায় সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ হেলাল উদ্দিন এর কোরআন তিলাওয়াতে শুরু হওয়া দায়িত্বশীল তারবিয়াত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতী বাস্তবায়ন ছাড়া শ্রমিকের নেয্য অধিকার প্রতিষ্টা সম্ভব নয় এই দেশের সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছেন , উল্লেখ করে সাংগঠনিক দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহা.নেছার উদ্দিন সুমন বলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যতম প্রধান যোগী সংগঠন এতে সকল শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবার সুযোগ রয়েছে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা গাজি নিয়াজুল করিম বলেন আল্লাহ সকল মানুষকেই শ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন তিনি আরও বলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিগত সেশন থেকে বর্তমান সেশন অনেকটাই এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে ইসলামের বিপ্লব সম্ভব।
আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী জসিম উদ্দিন। জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া এর সাবেক সভাপতি আলহাজ্ব মুসলে উদ্দিন ভূইয়া।
উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ ও সহ-সভাপতি আবু হানিফ আরও বক্তব্য রাখেন শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন খাস নগরী প্রমুখ।