মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের লিফলেট বিতরণকারীকে আশ্রয়, বরখাস্ত শেকৃবির ২ কর্মকর্তা

news-image

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজধানীতে আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয় দেওয়ায় এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াসুর রহমানের বাসা থেকে মুকিব মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ গোলাম সারওয়ার তাদের বাধা দেন। এটি জানাজানি হলে তাদেরসহ আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে পৃথক মিছিল করে শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে তিনটি দাবি পেশ হয়। দাবিগুলো হলো- আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বাসা বাতিল ও প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানকারীদের ক্লাস ও পরীক্ষা থেকে অব্যাহতি এবং ডেপুটি রেজিস্ট্রারকাণ্ডে তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট প্রকাশ।

এর প্রক্ষিতে মঙ্গলবার ওই দুই কর্মকর্তাকে বরখাস্তের কথা জানানো হয়। যেখানে উল্লেখ করা হয়, ‘অভিযুক্ত মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকুরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত ‘অসদাচরণ’ এর দায়ে উক্ত বিধিমালার ১২ (১) উপ-বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা’ প্রাপ্য হবেন।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘গতকালের ঘটনায় শিক্ষার্থীদের দাবির ফলে অভিযুক্ত দুই কর্মকর্তার বাসা বরাদ্দ বাতিল করাসহ তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’