বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এসকে সুরের বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার

news-image

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সায়েমুজ্জামান বলেন, অভিযানে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছাড়াও সঞ্চয়পত্র, বীমা, মেয়াদী আমানত এবং ফিক্সড ডিপোজিটের ৪ কোটি ৪৫ লাখ টাকার ডকুমেন্ট পাওয়া গেছে।

তিনি বলেন, যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে তা ৪৪০০ স্কয়ার ফিটের। এ ছাড়া পশ্চিম রামপুরা ও সেগুনবাগিচায় আরও দুইটি ফ্ল্যাট রয়েছে। তার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা আছে। সেখান থেকে যেন তিনি না তুলতে পারেন সেজন্য বাংলাদেশ ব্যাংককে আমরা জানিয়েছি।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, ঢাকার ধানমন্ডিতে এস কে সুরের বাসায় অভিযান চালিয়ে নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা, সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে, সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছরের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের একটি দল কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ

হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে

১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

হাসিনা নির্দেশ দিয়েছিলেন—‘বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন’

‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

‘গণঅভ্যুত্থানে সব খালি হয়ে গিয়েছিল, কিন্তু আনসার বাহিনী তাদের স্থান ছাড়েনি’

‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত

ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর