বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেঞ্চুরি করার পরেও বিজয়কে হাসতে দিলেন না হাসান

news-image

ক্রীড়া ডেস্ক : শেষ ৬ বলে জয়ের জন্য ১৭ রানের প্রয়োজন ছিল দুর্বার রাজশাহীর। স্ট্রাইকে তখন ৯১ রানে অপরাজিত থাকা এনামুল হক বিজয়। হাসান মাহমুদের প্রথম বলে ৪ মেরে শুরুটা ভালোই করলেন উইকেটরক্ষক ব্যাটার। তবে ফিরতি বলে ২ রান নিলেও তৃতীয় বলে ডট দিয়ে নিজের ওপর চাপ বাড়ান তিনি।

চতুর্থ বল ফুলটাস পেলেও তা কাজে লাগাতে পারেননি বিজয়। উল্টো বাউন্ডারিতে ক্যাচ দিয়ে বেঁচে যান, মোহাম্মদ নওয়াজ ক্যাচ মিস করলে। ৯৯ রানে ব্যাটিং করা বিজয়ের সামনে তখন সমীকরণ ২ বলে ৯ রান।

পঞ্চম বল দারুণ এক ইয়র্কার দিলেন হাসান।

তাতে ব্যাটে লাগালেও রান নিতে পরাস্ত হলেন বিজয়। তাতে জয় পাওয়ার আশাও শেষ হয় রাজশাহীর। শেষ বলে ৯ রান প্রয়োজন তখন ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন রাজশাহীর অধিনায়ক। বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করার বিপরীতে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো তাকে।

এতে সেঞ্চুরি করেও ৭ রানের পরাজয় দেখলেন তিনি। এর আগে শেষ ১২ বলে ২৫ রান প্রয়োজন ছিল রাজশাহীর। হাতে ছিল ৭ উইকেট। ব্যাটিংয়ে ছিলেন দুই সেট ব্যাটার বিজয় ও বার্ল। সালমান এরশাদের প্রথম বলে চার মেরে সমীকরণটা ১১ বলে ২১ রানে নামিয়ে আনেন বার্ল।

তবে শেষ ৫ বলে ৫ রান দিয়ে বার্লকে আউট করে ম্যাচটা আবারো জমিয়ে দেন পাকিস্তানি পেসার। আজ খুলনা টাইগার্সের দেওয়া ২১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুও পেয়েছিল রাজশাহী। ওপেনিং জুটিতে ৪৭ রানের সংগ্রহ এনে দেন জিশান আলম ও মোহাম্মদ হারিস। ২০০.০০ স্ট্রাইকরেটে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানে জিশান ফিরে যাওয়ার পর দ্রুত ফেরেন তার ওপেনিং সঙ্গী হারিসও (১৫)।

৬২ রানে ২ উইকেট হারানো রাজশাহীকে পরে পথ দেখান এনামুল হক বিজয় ও ইয়াসির আলি রাব্বি, দুজনে মিলে ৫৮ রানের জুটি গড়ে। ২০ রানে রাব্বি ফিরলেও আরেক সতীর্থ রায়ান বার্লকে নিয়ে প্রায় জয়ের কাজটা সেড়েই ফেলেছিলেন বিজয়। কিন্তু শেষ দিকে এসে সমীকরণটা মেলাতে পারেননি রাজশাহীর অধিনায়ক।

অথচ, সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে নেতার কাজ করার দারুণ সুযোগ পেয়েছিলেন বিজয়। চট্টগ্রামে নিজের দায়িত্বটা পালনের পথেও ছিলেন তিনি। বিপিএলে প্রথম সেঞ্চুরি পাওয়ায় তার জন্য রাতটা স্মরণীয় হতে পারত। কিন্তু দলকে জয় এনে দিতে না পারায় তার সেঞ্চুরিটা যেন আক্ষেপ হয়েই থাকল। বাংলাদেশের ৯ম ব্যাটার হিসেবে সেঞ্চুরি পাওয়া বিজয় যে হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি।

এ জাতীয় আরও খবর

‘ডাইনি’ হয়ে আসছেন মিমি

মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের, রিপোর্ট

ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ এজাজ

হত্যা মামলায় এসপি তানভীর সালেহীন কারাগারে

১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা

এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ

হাসিনা নির্দেশ দিয়েছিলেন—‘বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন’

‘হাসিনা ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে’

‘গণঅভ্যুত্থানে সব খালি হয়ে গিয়েছিল, কিন্তু আনসার বাহিনী তাদের স্থান ছাড়েনি’

‘দেশে বারবার গণতন্ত্র হরণ হয়েছে, বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত

ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর