মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবা ও স্ত্রীর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন অভিষেক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে ‘সফল’ দম্পতি বলে পরিচিত অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। কিন্তু তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে গত বছর থেকে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। এর মাঝেই দম্পতিকে একসঙ্গে দেখা গেছে। এ জুটির সংসার ভাঙনের কথা ছড়ানোর পর থেকে এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো মন্তব্য তারা কেউই। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন অভিষেক।

ক্যারিয়ারের শুরু থেকেই অভিষেককে বাবা অমিতাভের সঙ্গে তুলনার মুখোমুখি হতে হয়েছে। কখনো আবার স্ত্রীর সঙ্গেও তার তুলনা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অভিষেককে প্রশ্ন করা হলে বলেন, ‘খুব সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর আমি বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছি।’

অভিষেক এ তুলনা নিয়ে তার নিজস্ব যুক্তিও দিয়েছেন। তিনি আরও বলেন, ‘যদি কেউ আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, তার মানে তিনি একজন শ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমার তুলনা করছেন। তার মানে কোথাও আমি সেই সেরা মানুষগুলোর সঙ্গে তুলনীয় হতে পারি।’

এ প্রসঙ্গে অভিষেক আরও জানান, তিনি তার পরিবারকে নিয়ে গর্বিত। ‘বাবা, মা বা আমার স্ত্রী এখনো তারা যা করছেন তা নিয়ে আমি গর্বিত।’ অভিনেতা আরও জানান, অমিতাভের মতোই আশি বছর বয়সেও তিনি অভিনয় চালিয়ে যেতে চান এবং কন্যা আরাধ্যাকে অনুপ্রাণিত করতে চান।

তার চলার পথে বচ্চন পরিবারের গুরুত্বকেও ব্যাখ্যা করেছেন অভিনেতা। অভিষেকের কথায়, ‘আজ আমি যেখানে রয়েছি, সেটা আমার পরিবারের জন্যই। আমি যা যা করি, সেটাও আমার পরিবারের জন্য। আশা করি, আমাদের পরবর্তী প্রজন্মও আমাদের কাজের মর্যাদা রাখবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাড়িতে ফিরেই চটেছেন কারিনা

ইরানে ধর্ম অবমাননার দায়ে সঙ্গীতশিল্পীর মৃত্যুদণ্ড

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৫

ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

ব্যবসায়ী সংগঠনের দুর্বলতায় খেয়ালখুশি মতো সিদ্ধান্ত সরকারের

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাষ্ট্র

হজ-ওমরাহ যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরের বিশেষ নির্দেশনা

সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

জাটকা শিকারের মচ্ছব, ঘুমিয়ে মৎস্য বিভাগ

সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ উচিত হবে না: ডা. তাহের