নবীনগরে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে শনিবার সন্ধ্যায় পৌরসভার আলীয়াবাদ হোপ প্রধান কার্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল, ব্যবস্থাপক মোঃ জহিরুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু। এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এস এম শাহীন, জাগরণী চক্রের জোনাল ম্যানেজার নুরে আলম,প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয় সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল ।