অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা
বিনোদন ডেস্ক : দাবি আদায়ে সকাল থেকে রাজধানীর মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে রেলসহ সব ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।
তাদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে গেছে মহাখালীসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। সব যানবাহন দীর্ঘ লাইনে ইঞ্জিন বন্ধ করে দাঁড়িয়ে আছে। তাতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।
এবার এ বিষয়ে কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানান, অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।
নিলয় আলমগীর লিখেছেন, ‘অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে।’ এরপর অভিনেতা প্রশ্ন করে বলেন, ‘ইমপোর্ট করার পারমিশন দেয় কে আর বন্ধ করার পারমিশন দেয় কে?’
শেষে অভিনেতার ভাষ্য, ‘অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা।’ পোস্টের কমেন্ট বক্সে বিপ্লব দেব নাথ নামে এক নেটিজেন বলেন, ‘দেশেও যদি তৈরি হয়, সেটার পারমিশন কে দিলো। নিষিদ্ধ করতে চাইলে আগেই করুক সহমত পোষণ করছি ভাই।’
মাসুদ শাহিন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে দেশে আরো অনেক সমস্যা আছে এগুলো থেকে চোখ ফিরানোর জন্য এই রিকশা নাটক। এর আগে ও অনেক নাটক দেশে দেখছি।’