বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছর পূর্তিতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বীর-জারা

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় কালজয়ী সিনেমাগুলোর তালিকা করলে উপরের দিকেই থাকবে ‌‘বীর-জারা’ সিনেমার নাম। বলিউড বাদশাহ শাহরুখ খান ও মিষ্টি অভিনেত্রী প্রীতি জিনতা জুটির প্রেমের গল্পের সিনেমাটি আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। বীরের সঙ্গে জারার বিরহ আজও কাঁদায়, ২২ বছর পর দুজনের এক হওয়ার আনন্দ আজও অনেক প্রেমিক-প্রেমিকাকে তার ভালোবাসা ফিরে পাওয়ার জন্য আন্দোলিত করে।

সিনেমাটি নির্মাণ করে যশ চোপড়াও নিজেকে রোমান্টিক ছবির পরিচালক হিসেবে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করে গেছেন।

‘বীর-জারা’ মুক্তি পেয়েছিল ২০০৪ সালের ১২ নভেম্বর। আজ ছবিটি মুক্তির ২০ বছর পূর্ণ হলো। এদিনে জানা গেল, আবারও মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। গেল ৭ নভেম্বর ৬০০টি স্ক্রীনে আন্তর্জাতিকভাবে পুনরায় মুক্তি পেয়েছে ‘বীর-জারা’। প্রথমবারের মতো দেখা যাচ্ছে সৌদি আরব, ওমান এবং কাতারে।

পুনরায় মুক্তি পাওয়া প্রিন্টগুলোতে থাকবে বাদ দেওয়া আইকনিক গান ‘এহ হাম আ গয়ে হ্যায় কাহাঁ’। এটি গেয়েছেন লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণ। এই গানটি সিনেমায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হচ্ছে। এই ঘোষণা দিয়ে সিনেমার পোস্টারের একটি বিশেষ পেইন্টেড ভার্সন শেয়ার করা হয়েছে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে।

মজার ব্যাপার হল, সিনেমাটি প্রথমে ‘এহ কাহাঁ আ গয়ে হাম’ নামে মুক্তি পাবে বলে ঠিক করা হয়েছিল। ১৯৮১ সালের ‘সিলসিলা’ ছবির একটি গান থেকে অনুপ্রাণিত নামটি রেখেছিলেন যশ চোপড়া। তবে পরে তিনি সিদ্ধান্ত নেন ‘বীর-জারা’ নামেই সিনেমাটি দর্শকের কাছে নিয়ে আসবেন।

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্ম চাইছে তাদের আইকনিক প্রেমকাহিনীটি বিশ্বব্যাপী দর্শকদের সাথে উদযাপন করতে। মূল উদ্দেশ্য হলো সিনেমা, এর সঙ্গীত এবং এর নস্টালজিয়া দর্শকদের কাছে ফিরিয়ে আনা। যারা বছরের পর বছর ধরে এই সিনেমাকে ভালোবেসেছেন।

বিশেষ কিছু আয়োজন উদযাপন হবে সাতটি শহরে। যার মধ্যে রয়েছে টরন্টো, নিউ ইয়র্ক সিটি, মেলবোর্ন, ইউএইর, ইস্তাম্বুল এবং সিঙ্গাপুর। আগামী দিনগুলোতে ‘বীর-জারা’ পুনরায় মুক্তি পাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউএই, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের অন্যান্য বাজারে।

সিনেমার ২০ বছর পূর্তি উদযাপনের জন্য একটি নতুন ইনস্টাগ্রাম হ্যান্ডেল চালু করা হয়েছে, যেখানে প্রতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের ফ্যানদের ভিডিও শেয়ার করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছিল। তখন বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল ‘বীর-জারা’। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান, প্রীতি জিনতা এবং রানি মুখার্জি অভিনীত ‘বীর-জারা’ পুনরায় রিলিজের পর বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করেছে। আর ২০০৪ সালে প্রথম মুক্তির সময় এ সিনেমা বিশ্বব্যাপী ৯৭ কোটি টাকা আয় করেছিল।

আশা করা যাচ্ছে, নতুন আয়োজনে বড় পরিসরে মুক্তির যে প্রস্তুতি নিয়েছে যশরাজ ফিল্মস তাতেও বেশ সাড়া ফেলবে বীর ও জারার প্রেমকাহিনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বৈদেশিক ঋণ বেড়েছে ৫৬৮ কোটি ডলার

জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা

নবীনগরে দ্রুত গতিতে বাইক চালিয়ে করছিলেন টিকটক -নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে হেফাজত ইসলামের মানববন্ধন

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল