রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৪৫ বছর।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টা ও সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

জানতে চাইলে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান ওই নারী।

এসআই আরও জানান, আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অপর ঘটনার বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এস আই) মিথুন চন্দ্র দাস জানান, গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে খিলক্ষেত কাঁচা বাজার রেলগেটে এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। পরে খবর পেয়ে দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান ওই নারী।

এসআই জানান, আমরা এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক

পেঁয়াজের দরপতনে দিশেহারা কৃষক

লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২

বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক

৬০০ টাকায় ইলিশ বিক্রি করবে সরকার

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

ফের পয়েন্ট খুইয়েছে কিংস, চ্যাম্পিয়নদের এবার রুখে দিলো ফর্টিস

প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা

বিপ্লব বেহাত হয়নি, জন-আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করছে সরকার

ইরানে বন্দুকধারীর হামলায় ২ বিচারপতি নিহত

চাঁদাবাজি-দখলদারত্বের বিরুদ্ধে যুদ্ধ চলবে: জামায়াতের আমির