বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের খুঁজে পাওয়ার মিশনে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার (৬ নভেম্বর) থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে। টেস্ট ক্রিকেটে টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে।

আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। আর শারজাহ ক্রিকেট স্টেডিয়াম এই ম্যাচের মধ্যে দিয়ে আয়োজন করতে চলেছে ৩০০তম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। প্রথম আন্তর্জাতিক মাঠ হিসেবে এই স্বীকৃতি পাচ্ছে আরব আমিরাতের এই মাঠ। সেই হিসেবে বিকেলে মাঠে নামার পরেই ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলাদেশ।

তবে ইতিহাসের প্রশ্নে বাংলাদেশ মোটেই ভাল অবস্থানে নেই। ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত মোট ৬ ওয়ানডে এই মাঠে খেলেছে টাইগাররা। সেই ৬ ম্যাচেই ছিল হার। সবমিলিয়ে ২৯ বছর পর এই মাঠে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে বেশকিছু টি-টোয়েন্টি খেললেও তাতে ফল পক্ষে আসেনি।

অন্যদিকে এই মাঠে বিগত ৭ বছর ধরে কোনো সিরিজই হারেনি আফগানিস্তান। সম্প্রতি ক্রিকেটের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকাকে এখানেই বিধ্বস্ত করেছিল আফগানরা। সেই হিসেবে চেনা প্রতিপক্ষের বিপক্ষে একপ্রকার অচেনা মাঠেই খেলতে নামছে বাংলাদেশ। সেই হিসেবে কিছুটা ফেবারিট হয়েই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে আফগানিস্তান।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য শান্তদের পক্ষে কথা বলছে। আফগানদের বিপক্ষে ১৬টি ওয়ানডে খেলে ১০টিতেই জয় বাংলাদেশের। সর্বশেষ তিন ওয়ানডেতেও জয় লাল-সবুজ প্রতিনিধিদের। আর এই ম্যাচে দিয়েই ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এমনটিই। তবে কেউ চাপ নিয়ে ব্যাটিং করুক এমনটি অবশ্য চাননা তিনি।

শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় যেকোনো ফরম্যাটেই টপ অর্ডার অর্থাৎ শুরুটা খুব গুরুত্বপূর্ণ। কেউ বেশি চাপ নিয়ে ব্যাটিং করুক, এই জিনিসটা আমি চাই না। ওপরের দিকে যারা ব্যাট করছে, তারা খেলাটা উপভোগ করুক। যতটুকু সামর্থ্য আছে, দলের জন্য খেলুক।’

টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে। যদিও স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার এখনও যোগ দিতে পারেননি দলের সাথে আমিরাতে। তবে বাংলাদেশের এসব বিষয় নিয়ে ভাবছেন না আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী।

প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে গতকাল শহীদী বলেন, ‘আসলে আমি এটা জানতাম না (২ বাংলাদেশি ক্রিকেটারের ভিসা জটিলতা)। তবে আগেই যেটা বললাম আমরা তাদের নিয়ে ভাবছি না, আমরা আমাদের নিয়েই ভাবছি। আমরা নিজেদের দলে মনোযোগ ধরে রাখছি। আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। নিজেদের শতভাগ দিতে চেষ্টা করছি। তাদের স্কোয়াডে কী হয়েছে না হয়েছে আমি আসলে তা জানি না। চেষ্টা করছি নিজেদের দলের মাঝেই মনোযোগ ধরে রাখতে।’

সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশ আছে সাফল্যের ধারাবাহিকতায়। গত মার্চে ঘরের মাঠে খেলা সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২–১ ম্যাচে সিরিজ জয় ছিল। এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় আছে নেপিয়ারে। তাই কিছুটা সুখস্মৃতি নিয়ে বিকেলে আফগানদের বিপক্ষে মাঠে নামতেই পারে শান্তরা। যদিও কাজটা সহজ হচ্ছে না দলের জন্য। তবু নিজেদের প্রিয় ফরম্যাটে জয়ের জন্য আশাবাদী হতেই পারে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা।

এ জাতীয় আরও খবর

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বৈদেশিক ঋণ বেড়েছে ৫৬৮ কোটি ডলার

জাকেরের বীরোচিত ইনিংস, ২৮৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

তোমরা অসম্ভবকে সম্ভব করেছ, শিক্ষার্থীদের বললেন প্রধান উপদেষ্টা

নবীনগরে দ্রুত গতিতে বাইক চালিয়ে করছিলেন টিকটক -নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ইসকনকে নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে নাসিরনগরে হেফাজত ইসলামের মানববন্ধন

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল