আখাউড়া ইমিগ্রেশন চালু, যাত্রী পারাপার শুরু
তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : দীর্ঘ পাঁচদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার শুরু হয়েছে।আকস্মিক বন্যা শুরুর পর পানি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসে ঢুকলে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম। এতে দু’দেশের যাএী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আটকা পড়া যাত্রীরা জানান হঠাৎ বন্যায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তাদের অতিরিক্ত কয়েকদিন ভারতে অবস্থান করতে হয়। ফলে আর্থিক ক্ষতির হয়।
আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান, গত বুধবার বন্যা শুরুর পর অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর (২৬ আগষ্ট)সোমবার দুপুর থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।