শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ৩ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। ওই সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মুস্তাফিজ বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলতে ভারতে আছেন। বোর্ড প্রথমে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। পরে একদিন ছুটি বাড়িয়ে তা ১ মে পর্যন্ত করেছে। ফিজ ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে তবেই দেশে ফিরবেন।

আইপিএলের ধকল, তার ওপর ভ্রমণ ক্লান্তি সব মিলিয়ে চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম ম্যাচে তাকে খেলাবে না টিম ম্যানেজমেন্ট। পরের ম্যাচগুলো খেলার জন্য উন্মুক্ত থাকবেন মুস্তাফিজ। একাধিক ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচে নাও খেলতে পারে। তবে তার ওয়ার্ক ম্যানেজমেন্ট দরকার। যে কারণে আইপিএল থেকে ফিরিয়ে আনা হবে। দলের সঙ্গে রাখা হবে তাকে।