মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ৪৬ ডিগ্রিতে পৌঁছাবে তাপমাত্রা

news-image

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতাসহ ১৫ জেলায় তাপপ্রবাহ! উত্তরে প্রথম ভোটের দিনই দক্ষিণবঙ্গে ৪৫ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। ধারণা করা হচ্ছে, শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার (১৭ এপ্রিল) থেকে রাজ্যের ৬টি জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে দক্ষিণবঙ্গের আটটি জেলায়। যা চলতে পারে রোববার পর্যন্ত। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।

প্রতিবেদনে বলা হয়, কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বাড়বে। এর মধ্যে আটটি জেলায় শুক্রবার থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা।

ভারতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গে যখন ভোট চলবে তখন দক্ষিণের জেলাগুলি তপ্ত হবে দাবদাহে। এমনিতেই গত কয়েক দিনে বাড়তে থাকা গরমে নাভিশ্বাস উঠতে শুরু করেছে দক্ষিণের জেলাগুলিতে। সবশেষ গত মঙ্গলবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রিতে পৌঁছায়। সেদিন পশ্চিম বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ছিল ৪২.৮ ডিগ্রি পর্যন্ত।

বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা আরও প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে। এর পাশাপাশি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে তাপপ্রবাহ। এই মর্মে কলকাতাসহ দক্ষিণের ১৫টি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা।

সেই সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার থেকে রাজ্যের ৬টি জেলায় তাপপ্রবাহ চলবে। এই ছয় জেলার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং দুই বর্ধমান। শুক্রবার থেকে তাপপ্রবাহ চলবে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে। এর মধ্যে আটটি জেলা—পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে ‘সিভিয়ার হিটওয়েভ’ বা অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে।

সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। আর স্বাভাবিকের থেকে সাড়ে ৬ ডিগ্রি বেশি হলে তৈরি হয় অতি তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি বেশি থাকবে। তারপরের তিন দিনের স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি বেশি।

আলিপুর জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল ভোট শুরুর দিনে পাঁশকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৯ ডিগ্রি পৌঁছে যাবে। তবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তরে তেমন কোনো পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়নি। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বরং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এ জাতীয় আরও খবর

৩৬ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩ কর্মকর্তা নিহত

দেশের পথে এমভি আবদুল্লাহ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ

হিটস্ট্রোকে একদিনে তিনজনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাড্ডা এলাকায় দীর্ঘ লোডশেডিং-পানি সংকট, গরমে অতিষ্ঠ জীবন

শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধের নির্দেশনা

ভারতে নির্বাচন: মোদির কণ্ঠে মুসলিমবিরোধী সুর

উপজেলা নির্বাচন এখন আ.লীগের উপজ্বালায় পরিণত হয়েছে : সালাম

শাকিবের বিয়ের খবরে নিশ্চুপ অপু বিশ্বাস!

ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা দেখলো মিয়ানমার

দাবদাহের মধ্যেও পানি নেই রাজধানীর বিভিন্ন এলাকায়