শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ আবাদী ফসলের মাঠ জুড়ে বোরো ধান কাটার ধুম 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে । ইতোমধ্যে শুরু হয়েছে উৎপাদিত ফসল ঘরে তোলার কাজ। কৃষকরা জানান, ফলন ভাল হলেও ধানের বাজার দর তুলনা মূলক কম।
কৃষি বিভাগ জানিয়েছে,
চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে । জেলায় রোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লক্ষ ১১ হাজার ৪০৫ হেক্টর জমিতে যার মধ্যে হাওরাঞ্চলেরর প্রায় ৩২ হাজার ১শ হেক্টর জমি রয়েছে । আবাদ হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৬৯৬ হেক্টর জমিতে । গত বছরের তুলনায় এবার আবাদের পাশাপাশি উৎপাদন ও বাড়বে বলে আশাবাদী। এবার ব্রি-ধান – ২৮, ৮৮, ৯৬, ১০১ ,১০২, ১০৪,বীনা -২৫ সহ নতুন জাতের বোরোর ব্যাপক আবাদ হয়েছে।
উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ১৫ হাজার ৫৪৩ মেঃ টন। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে বলে আশা করছি।কৃষক কুদ্দুস মিয়া বলেন, হাওড়বেষ্টিত এ জেলায় এপ্রিলের থেকেই শুরু হয়েছে বোরো ফসল ঘরে তোলার কাজ যা চলবে পুরো মে মাস পর্যন্ত চলবে। কানি প্রতি ১০/১২ হাজার টাকা খরচ হয়েছে।
প্রতি কানিতে ধান পাওয়া যাবে ১৫/১৬ মন । আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লাভবান হওয়া যাবে মনে করছি।ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, এবার বোরোর ফসল উৎপাদন ভাল হয়েছে। ফসলের গুণগত মান ঠিক রাখার জন্য আমাদের পক্ষ থেকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হয়েছে। কৃষক লাভবান হবে এমনটাই প্রত্যাশা।

এ জাতীয় আরও খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি নিয়ে ৪ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

স্লোগানে মুখরিত ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত কর্মীদের ঢল

সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের যেসব নির্দেশনা জামায়াতের

কমপ্লিট শাটডাউনে দ্বিতীয় দিন নিহত ৬৭, কারফিউ জারি

কক্সবাজার থেকে শুরু চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা

জামায়াতের সমাবেশ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফাইনালে রংপুরের হার, চ্যাম্পিয়ন গায়ানা

‘এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’

চাঁদের মাটিতে টিকে থাকতে পারে প্রাণ

বিএনপিকে খেপিয়ে সমন্বয়করা কীভাবে মাঠে টিকে থাকবেন, প্রশ্ন ইলিয়াসের

লস অ্যাঞ্জেলসে পুলিশ স্থাপনায় বিস্ফোরণ, নিহত ৩