ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর পাশে ফারহান
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ব্যক্তিজীবনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মাঝেমধ্যেই প্রশংসিত হন তিনি। উদার তারকা হিসেবে ভক্তদের মাঝে পরিচিত এই অভিনেতা। এবার ক্যানসার আক্রান্ত শিল্পীকে আর্থিক সহায়তা করেছেন ফারহান।
গত দু’বছর ধরে জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত অভিনেত্রী আফরোজা হোসেন। দেশে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে অভিনেত্রীকে। চিকিৎসক জানিয়েছেন, তার ক্যানসার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ডের নার্ভের জরুরি অপারেশন প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না আফরোজা। এমন অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফারহান। অভিনেত্রীর চিকিৎসার জন্য নগদ ২ লাখ টাকা দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু্। পোস্টে জানান, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন আফরোজার অসুস্থতার কথা বলেন তিনি। এতে আগেবপ্রবণ হয়ে পড়েন ফারহান। কিছুক্ষণের মধ্যেই ২ লাখ টাকা ক্যাশ দিয়ে দেন এই অভিনেতা।