শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুয়া টাকার দ্বন্দ্বে দু’পক্ষের সংর্ঘষে আহত ২৫

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। সংর্ঘষের সময় ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। আহতরা জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসার গ্রামের বড় গোষ্ঠীর আলামিন  একই গ্রামের সাহেব বাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করেন। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। সংর্ঘষের সময় ৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।