বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই এখন সিলেটে। সিরিজের শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই দলের কাছেই এই সিরিজের গুরুত্ব অপরিসীম। তিন ম্যাচের প্রথমটিতে সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হতে পারে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে।

এই সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টির এই সিরিজে দলে এসেছেন জাকের আলি অনিক। এছাড়াও একসময় ব্রাত্য হয়ে পড়া বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও আছেন স্কোয়াডে। ধারণা প্রথম টি-টোয়েন্টিতে দুজনকেই একাদশে দেখা যাবে। সেক্ষেত্রে আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হতে পারে জাকেরের। এছাড়া নিয়মিতদের মধ্যে লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদদের একাদশে দেখা যাওয়ার কথা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গেছে রানের বন্যা। টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি।

চূড়ান্ত একাদশে বিপিএলে পারফর্ম যারা করেছে তাদেরই বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার/নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।