শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এনসিডি জরিপ : ডায়াবেটিস–উচ্চ রক্তচাপে অকালে মারা যাচ্ছে ২২ ভাগ মানুষ

news-image

বাংলাদেশের ১৩টি শহরের ২০ ভাগ মানুষ ডায়াবেটিস আর ২৩ ভাগ উচ্চ রক্তচাপে ভুগছে। আর অসংক্রামক রোগের কারণে দেশের ২২ ভাগ মানুষ অকালে মারা যাচ্ছেন। কানাডা-বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) প্রজেক্টের জরিপে এই তথ্য পাওয়া গেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রেড অ্যালার্ট নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য দেন গবেষকেরা।

অনুষ্ঠানে গবেষকেরা জানান, শহরাঞ্চলের মানুষের ৫৪ ভাগের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। গ্রামাঞ্চলেও ১৭ ভাগ মানুষ স্থূলতায় ভুগছেন। দেশের ১৩টি জেলায় গবেষণা চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান গবেষকেরা। অসংক্রামক রোগের পরিস্থিতি নিয়ে লেখা রেড অ্যালার্ট বইয়ে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ মঙ্গলবার থেকে বইটি অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।