নাসিরনগরে মহান বিজয় দিবস পালিত
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে।কর্মসূচীর মধ্যে ছিল শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি,স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখনসহ উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পুস্পস্তবক অর্পণ,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ-শরীর চর্চা প্রর্দশনী,ক্রীড়া প্রতিযোগিতা,সংবর্ধনা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া ও অফিসার ইনচার্জ(ওসি) মো: সোহাগ রানা। এরপর একই মাঠে পুলিশ,আনসার-ভিডিপি,স্কাউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের কুজকাওয়াজ, ডিসপ্লে,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।
এসময় সহকারী কমিশনার মোনাব্বর হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি) মো: সোহাগ রানা,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জামিল ফোরকান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল মামুন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মিজানুর রহমান,প্রধান শিক্ষক আবদুর রহিমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।