চলন্ত ট্রেনে বিয়ে, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে নিয়ে অনেকের অনেক রকম স্বপ্ন থাকে। কেউ পাহাড়ের ওপর, কেউবা পানির নিচে। কেউ স্বপ্ন দেখে শহরের সবচেয়ে সুন্দর কোনো স্থানে হবে বিয়ে। বিয়ের ভেন্যু নিয়ে বরাবরই স্বপ্ন দেখে তরুণ-তরুণীরা। তবে এবার ব্যতিক্রমী এক ভেন্যু বেছে নিয়ে আলোচনায় এলেন ভারতের এক দম্পতি। চলন্ত ট্রেনে তাদের বিয়ের এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই দম্পতির পরিচয় প্রকাশ করেনি। ভিডিও দেখা যায়, বর-কনে একে অপরকে গাদা ফুলের মালা পড়াচ্ছেন। মেয়ের কপালে সিঁদুর দিচ্ছেন। তাদের চারপাশ ঘিরে রয়েছেন ট্রেনের যাত্রীরা। যেন অভিনব এক মুহূর্তের স্বাক্ষী হচ্ছেন সকলে।
কনেকে মালা পড়ানোর পরই উচ্ছাসে হাততালি দিতে থাকেন যাত্রীরা। এসময় আবেগী হয়ে পরেন কনে। বরের কাঁধে মাথা রাখতেই তাকে পরিয়ে দেন মঙ্গলসূত্র। পুরোটা সময় যাত্রীরা বরযাত্রী বা কনে যাত্রীর মতো উচ্ছাস প্রকাশ করে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি আসানসোল থেকে জসিধ যাচ্ছিল। কিন্তু বিয়ের জন্য তারা কেন ট্রেনের মতো এক বদ্ধ ও ব্যতিক্রমী জায়গা বেছে নিল তা জানা যায়নি।