শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা

news-image

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ হাজার ৩৬২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে শেখ হাসিনার সাক্ষাৎ পেতে সকাল থেকে গণভবনে প্রবেশ করতে শুরু করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। সকাল ৮টার দিকে দেখা যায়, গণভবনের প্রবেশ পথে মনোনয়ন প্রত্যাশীদেরর দীর্ঘ লাইন।

গত শুক্রবার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামীলীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।