শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৪দিনের ছুটি

news-image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এতথ্য জানা যায়।

জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার থেকে মঙ্গলবার (২৪ অক্টোবর ) পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময়ন বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক। ২৫ আগস্ট (বুধবার) পুনরায় বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এদিকে লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়িদের সিদ্ধান্তে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর