মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রাক্তনের সঙ্গে সহবাসের শেষ ইচ্ছা স্ত্রীর: স্বামী বললেন, কী করব

news-image

অনলাইন ডেস্ক : মৃত্যুর আগে আরেকবার প্রাক্তনের সঙ্গে মিলন করতে চান এক নারী! আর এই ইচ্ছে নিজের বর্তমান স্বামীর কাছেই ব্যক্ত করেছেন তিনি। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিট-এ পোস্ট করেছেন ওই নারীর স্বামী। তিনি লিখেছেন, ‘এখন আমার কী করা উচিত?’

পোস্টে ওই ব্যক্তি বলেছেন, তার স্ত্রী মৃত্যু পথযাত্রী। আর সর্বোচ্চ ৯ মাস বাঁচবেন তিনি। তিন-চার মাস পরেই সে বিছানাগত হবে। এ নিয়ে আমি অনেক চিন্তিত এবং একেবারে ভেঙে পড়েছি। আমি চেষ্টা করছি তাকে খুশি রাখতে, তার শেষ সময়টাকে আনন্দময় করতে।

তিনি আক্ষেপ করে লিখেছেন, ‘তার স্ত্রী একদিন তার পাশে বসে বলছেন, তার শেষ ইচ্ছে হলো প্রাক্তন সঙ্গীর সঙ্গে আরেকবার মিলন। এখন আমার কী করা উচিত।’

দুই বছর আগে রেডিটে পোস্টটি করেছিলেন ওই ব্যক্তি। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়েছিল। তবে পুনরায় সেই পোস্ট করা হয়েছে।

তার এই পোস্টের নিচে অসংখ্য মানুষ কমেন্ট করছেন। তাদের একজন লিখেছেন, ‘সে মারা যাচ্ছে। আমি মনে করি, তিনি আপনার কষ্ট লাঘবের জন্য বা তাকে যেন আপনি ঘৃণা করেন সেজন্য এমনটি বলেছে।’ সূত্র: নিউইয়র্ক পোস্ট