বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্যামেরাম্যানের নাচ, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে প্রায় সবকিছুই ক্যামেরাবন্দি হয়ে পড়ছে। বাদ যাচ্ছে না কিছুই। আপনি নিজেই যখন ক্যামেরায় কিছু একটা ধারণ করছেন সেই মুহূর্তে আপনাকেও হয়তো ক্যামেরাবন্দি করা হচ্ছে। ঠিক এমন একটি ঘটনায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তাতে দেখা যাচ্ছে, একজন ক্যামেরাম্যান বিয়ের অনুষ্ঠান ধারণের পাশাপাশি নিজেও এক অতিথির সঙ্গে নাচছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওটি এরই মধ্যে দুই লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন। পোস্টের নিচে মন্তব্য পড়েছে অসংখ্য।
ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি গানের তালে তালে অনেকেই নাচছেন। আর ওই নাচের দৃশ্য এক হাতে ধারণ করছেন ক্যামেরাম্যান। পাশাপাশি তার দুই পা ও এক হাত নাচের সঙ্গে তাল মেলাচ্ছে। এমন দৃশ্য দেখার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই ক্যামেরাম্যান।