শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেরাণীগঞ্জে লাঠিসোটা নিয়ে আ.লীগের অবস্থান

news-image

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির ডাকা অবস্থান কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা কদমতলী সেতুর প্রান্তে অবস্থান নেন।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজি স্বাধীন শেখ, গুদারাঘাট যুবলীগ (আঞ্চলিক শাখা) সাধারণ সম্পাদক হাজি মুসলিম ঢালী, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীরজুর রহমান সুমন, যুবলীগ নেতা কামাল হোসেন ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজি ইকবাল হোসেনের নেতৃত্বে মিছিল নিয়ে কদমতলী সেতুর প্রান্তে জড়ো হন নেতাকর্মীরা।

এসময় কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যবাসায়ী দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজি স্বাধীন শেখ ও গুদারাঘাট যুবলীগ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর নেতৃত্বে মিছিলকারীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

একই সঙ্গে বিএনপির অবস্থান কর্মসূচি উপলক্ষে সতর্ক রয়েছে পুলিশ। শনিবার সকাল ৮টায় প্রথম বুড়িগঙ্গা সেতুর কেরাণীগঞ্জের দক্ষিণ প্রান্ত হাসনাবাদ, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্ত (কদমতলী) ও তৃতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্ত (ঘাটাচর) এলাকায় কয়েকশ পুলিশ সদস্য সতর্ক অবস্থায় রয়েছে। শনিবার সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিয়েছেন।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন বলেন, ‘দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগ অনেক শক্তিশালী অবস্থানে। ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ভাইয়ের নির্দেশনায় মাঠে আছি।’

কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ‘বিএনপি জামাতের কেরাণীগঞ্জে ঠাঁই নেই। আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্যে সবকিছু করছি। যতদিন কর্মসূচি থাকবে বিপু ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে থাকব।’

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ‘শান্তি রক্ষার জন্যে পুলিশ মাঠে কাজ করছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকার ঘটনা না ঘটে।’