মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

news-image

অনলাইন ডেস্ক : পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশপাশের অনেক এলাকায়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণকাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা মগবাজার, মৌচাক ও মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডটি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।