মাদক মামলার আসামিকে ধরতে বাধা, ইউপি সদস্য গ্রেপ্তার
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক মামলার আসামি আমির হোসেনকে ধরতে বাধা দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য ময়না রানী সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধামোর ইউনিয়নের সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ময়না রানী (২৭) ও একই এলাকার হৃদয় সরকার (২২)।
আটোয়ারী থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকায় আমির হোসেন নামে এক ব্যাক্তির বাড়িতে হোরোইন সহ বেশ কিছু মাদক থাকার সংবাদ পেয়ে অভিযান চালায় আটোয়ারী থানা পুলিশ। এ সময় পুলিশ আমিরের বাড়ি থেকে দুই লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন, ৯০ পিস ব্রুপ্রিনর্ফিন ইনজেকশন, ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। কিন্তু আসামি ধরতে এলাকাবাসী বাধা দেওয়ায় আমির পালিয়ে যায়। পরে অভিযান সমাপ্ত করে চলে আসতে বাধ্য হয় পুলিশ। পরে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমির হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের নামে আটোয়ারী থানায় মামলা করে পুলিশ।
পুলিশ আরও জানায়, ওই ঘটনার পরদিন গতকাল বৃহস্পতিবার রাতে আবারও আসামি আমির হোসেনকে ধরতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ধামোর ইউনিয়নের মহিলা সদস্য ময়না রানী ও হৃদয় সরকার মাদক মামলার আসামিকে ধরতে বাধা দেন। পরে পুলিশ মহিলা ইউপি সদস্য ময়না রানী ও হৃদয় সরকারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।